আইবিএম প্রথমবারের মতো নিয়ে এল পার্সোনাল কম্পিউটার (পিসি)। এটি আইবিএম মডেল ৫১৫০ নামে পরিচিত।
১২ আগস্ট ১৯৮১
আইবিএমের প্রথম পার্সোনাল কম্পিউটার
কম্পিউটার–দুনিয়ার জন্য এক ঐতিহাসিক দিন। ইন্টারন্যাশনাল বিজেনস মেশিনস (আইবিএম) করপোরেশন প্রথমবারের মতো নিয়ে এল পার্সোনাল কম্পিউটার (পিসি)। এটি আইবিএম মডেল ৫১৫০ নামে পরিচিত।
ঢাউস আকারের মেইনফ্রেমের পর মাইক্রোপ্রসেসরভিত্তিক আইবিএমের পার্সোনাল কম্পিউটার প্রযুক্তি জগতে একটি বিপ্লবই। আইবিএমের প্রথম পিসিতে ৪.৭৭ মেগাহার্টজ গতির ইনটেল ৮০৮৮ মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়। এটি চলত মাইক্রোসফটের ডিস্ক অপারেটিং সিস্টেমে।
১৯৮৩ সালে কমপ্যাক কম্পিউটার করপোরেশন হুবহু একই স্থাপত্যশৈলীতে নির্মিত আইবিএম পিসির প্রথম ক্লোন বাজারে আনে। এটির দাম কম ছিল, ফলে পিসি বাজারে আইবিএমের অংশীদারত্ব কমতে থাকে। ইন্টেলের এক্স–৮৬ মাইক্রোপ্রসেসরভিত্তিক কম্পিউটার পিসির বাজারে আধিপত্য বিস্তার করে। পিসি বাজারে ৮৫ শতাংশের বেশি কম্পিউটারেই এক্স–৮৬–ভিত্তিক প্রসেসর ব্যবহার করা হয়।
১২ আগস্ট ২০০৩
আইওমেগা নিয়ে এল বহনযোগ্য আরআরডি
কম্পিউটারে তথ্য–উপাত্ত রাখার জন্য বহনযোগ্য আরআরডি (রিমুভেবল রিজিড ডিস্ক) নিয়ে আসে আইওমেগা। ছোট্ট আকারের এই ডিস্কের ধারণক্ষমতা ছিল ৩৫, ৭০ ও ১২০ গিগাবাইট। আইওমেগা রেভ নামে আরআরডি বাজারে আনে। বহনযোগ্য এই ডিস্কে ছিল প্ল্যাটার, স্পিন্ডেল ও মোটর। ড্রাইভ হেড ও ড্রাইভ কন্ট্রোলার—দুটিই রেভের মধ্যেই ছিল। রেভ প্রতি সেকেন্ডে ২৫ মেগাবাই তথ্য আদান–প্রদান করতে পারত।
তবে ব্যবহারকারীদের আস্থায় আসতে পারেনি রেভ আরআরডি। এর কারণ ডিস্ক মেকানিজম ও বিদ্যুৎ সরবরাহ ইউনিট (এক্সটারনাল সংস্করণের জন্য) প্রায়ই নষ্ট হতো। পরবর্তী সময়ে অপেক্ষাকৃত সস্তা, আকারে ছোট, ধারণক্ষমতা বেশি এবং আরও বেশি টেকসই আড়াই ইঞ্চির ইউএসডি ড্রাইভ বাজারে এলে রেভের উৎপাদন বন্ধ হয়ে যায়।