গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যসহ আহতদের প্রশিক্ষণের মাধ্যমে চাকরি দেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। আজ শনিবার ঢাকায় বাক্কোর কার্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমানের সঙ্গে আলােচনাকালে এ প্রতিশ্রুতি দিয়েছে দেশের বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) ও কল সেন্টার খাতের সংগঠনটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাক্কো জানিয়েছে, সভায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যসহ আহত ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে সর্বাত্মক সহযোগিতা করবে বাক্কোর নতুন কার্যনির্বাহী কমিটি। এ বিষয়ে বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম বলেন, ‘অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যসহ আহতরা যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে জন্য আমরা তাঁদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ দিতে চাই।’ বাক্কোর সাধারণ সম্পাদক ফয়সল আলিম বলেন, ‘অভ্যুত্থানে যাঁরা নিহত বা আহত হয়েছেন, তাঁরা দেশের শ্রেষ্ঠ সন্তান। নতুন বাংলাদেশ বিনির্মাণের এই আত্মত্যাগকে আমরা বৃথা যেতে দেব না। বাক্কো পরিবার সব সময় তাঁদের পাশে থাকবে।’
সভায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর বড় ভাই মীর মাহবুবুর রহমান জানান, তথ্যপ্রযুক্তি খাতে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির অপার সম্ভাবনা রয়েছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় উপস্থিত ছিলেন বাক্কোর পরিচালক আব্দুল কাদের, জায়েদ উদ্দীন আহমেদ প্রমুখ।