বিডিঅ্যাপস ন্যাশনাল হ্যাকাথন প্রতিযোগিতায় বিজয়ী দলের সঙ্গে অতিথিরা
বিডিঅ্যাপস ন্যাশনাল হ্যাকাথন প্রতিযোগিতায় বিজয়ী দলের সঙ্গে অতিথিরা

তথ্যপ্রযুক্তি খাতের রপ্তানি আয় ১৪০ কোটি মার্কিন ডলার

‘বর্তমানে তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি (আইটিইএস) খাতের রপ্তানি আয় ১৪০ কোটি মার্কিন ডলার। ২০২৫ সালে এ খাত থেকে ৫০০ কোটি ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তরুণ অ্যাপ নির্মাতাদের সহযোগিতায় এ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।’ গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অ্যাপ তৈরির এক হ্যাকাথনের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। অনুষ্ঠানে সেরা ১০টি দলকে পুরস্কার দেওয়া হয়।

বিডিঅ্যাপস ন্যাশনাল হ্যাকাথন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম হাকো’। প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে যথাক্রমে ‘টিম এনইউবি’ ও ‘টিম সাঙ্গু’। বিজয়ী দলগুলো পেয়েছে যথাক্রমে ২ লাখ, ১ লাখ ২৫ হাজার এবং ৭৫ হাজার টাকা পুরস্কার।

আয়োজকেরা জানিয়েছেন, মেস ব্যবস্থাপনার অ্যাপ ‘মেস মনিটর’ তৈরি করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম হাকো’। দলের সদস্যরা হলেন বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাদিউজ্জামান, শাহরিয়ার কনক ও আব্দুর শাফী।

দেশের বিভিন্ন প্রান্তে থাকা অ্যাপ নির্মাতাদের খুঁজে বের করতে আইসিটি বিভাগের সহায়তায় বিডিঅ্যাপস জাতীয় হ্যাকাথন আয়োজন করে জাতীয় অ্যাপ স্টোর ‘বিডিঅ্যাপস’।

প্রতিযোগিতায় প্রায় পাঁচ হাজার অ্যাপ নির্মাতা অংশ নেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ে বিজয়ীরা জাতীয় পর্যায়ের এই হ্যাকাথনে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান রবির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদসহ অনেকে।