এক্সের ভেরিফায়েড অ্যাকাউন্টও নিরাপদ নয়
এক্সের ভেরিফায়েড অ্যাকাউন্টও নিরাপদ নয়

এক্সের ভেরিফায়েড অ্যাকাউন্ট চুরি করে প্রতারণা করছে হ্যাকাররা

রাজনীতিবিদ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট চুরি বা হ্যাক করে সাইবার হামলা চালাচ্ছে একদল হ্যাকার। এর মাধ্যমে রাজনীতিবিদ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নামে ক্রিপ্টোকারেন্সি (ভার্চ্যুয়াল মুদ্রা) সংগ্রহের পাশাপাশি অন্যদের বিভ্রান্ত করে বিভিন্ন ভুয়া ওয়েবসাইটের প্রচারণা চালাচ্ছে তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হ্যাকার নিউজ।

দ্য হ্যাকার নিউজের তথ্যমতে, সম্প্রতি গুগলের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান ‘ম্যানডিয়ান্ট’–এর অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট চুরি করে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে একদল হ্যাকার। এ ছাড়া কানাডার একজন সিনেটর, একটি অলাভজনক প্রতিষ্ঠানসহ ব্রাজিলের একজন রাজনীতিবিদের সোনালি ও ধূসর টিকযুক্ত এক্স অ্যাকাউন্ট চুরি করেও এ ধরনের সাইবার হামলা চালানো হয়েছে। এ সাইবার হামলা চালিয়ে ক্রিপ্টোকারেন্সি সংগ্রহের পাশাপাশি এক্সের ভেরিফায়েড অ্যাকাউন্টের পাসওয়ার্ড ও তথ্য গোপনে বিক্রি করেছে হ্যাকাররা।

খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারি সংস্থার অ্যাকাউন্টে নীল, ধূসর ও সোনালি টিক চিহ্ন ব্যবহার করা যায়। এসব টিক চিহ্ন দেওয়ার আগে অ্যাকাউন্ট ব্যবহারকারীদের পরিচয় যাচাই করে থাকে এক্স। ফলে ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো থেকে পোস্ট করা তথ্য বা ঘোষণা অন্য ব্যবহারকারীদের কাছে বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত হয়। তাই এক্সের ভেরিফায়েড অ্যাকাউন্ট চুরি করে সহজেই অন্য ব্যবহারকারীদের বোকা বানাচ্ছে হ্যাকাররা।

এক্সের ভেরিফায়েড অ্যাকাউন্ট নিরাপদ রাখতে দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা চালুর পাশাপাশি এক্সের সর্বশেষ নিরাপত্তা সেটিংস ব্যবহারের পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। এর পাশাপাশি এক্সের ভেরিফায়েড অ্যাকাউন্ট দীর্ঘদিন নিষ্ক্রিয় অবস্থায় থাকলে, সেগুলো স্থায়ীভাবে মুছে ফেলারও অনুরোধ করেছেন তাঁরা।
সূত্র: ইন্ডিয়া টুডে