এসএসডি ব্যবহার করে ল্যাপটপের গতি বাড়ানো যায়

ল্যাপটপ
ফাইল ছবি

প্রশ্ন: কেনার মাত্র ছয় মাসের মধ্যেই আমার ল্যাপটপ খুব ধীরে কাজ করছে। প্রথমে দ্রুত কাজ করলেও এখন ল্যাপটপ চালু হতে প্রায় পাঁচ মিনিট লেগে যায়। শুধু তা–ই নয়, চালুর পরপরই কোনো সফটওয়্যার খোলা যায় না। এমনকি হোমস্ক্রিনে থাকা সব আইকনও মুছে গেছে। এ সমস্যার সমাধান কী?

জান্নাতুল নাইম

উত্তর: হার্ডডিস্কের পাশাপাশি এসএসডি (সলিড স্টেট ড্রাইভ) ব্যবহার করে ল্যাপটপের গতি বাড়ানো যায়। এ জন্য ল্যাপটপে এসএসডি যুক্ত করে সেখানে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে। এর পাশাপাশি র‌্যামের ক্ষমতা বৃদ্ধি করতে হবে।

উত্তর দিয়েছেন—

মেহেদী হাসান

কম্পিউটার হার্ডওয়্যার প্রকৌশলী

প্রশ্ন পাঠাতে

প্রিয় পাঠক, কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যারসহ তথ্যপ্রযুক্তির যেকোনো সমস্যার কথা লিখে পাঠাতে পারেন টেক–বার্তায়। আপনাদের প্রশ্নের উত্তর দেবেন বিশেষজ্ঞরা। প্রশ্ন পাঠানোর ঠিকানা: টেক–বার্তা, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫ ই–মেইল: techbarta@prothomalo.com