গেমস প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে অতিথিরা
গেমস প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে অতিথিরা

গেমস প্রতিযোগিতায় বিজয়ীরা পেলেন ৩০ লাখ টাকার পুরস্কার

কিছুদিন আগেই শেষ টি–২০ ক্রিকেট বিশ্বকাপ। ইউরো ও কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টেও এখন চূড়ান্ত উত্তেজনা। এরই মধ্যে ঢাকায় ফুটবল গেমসে মাতলেন বাংলাদেশি ভিডিও ও কম্পিউটার গেমস খেলোয়াড়েরা (গেমার)। ‘মোবাইল ম্যানিয়া ২০২৪ পাওয়ার্ড বাই এয়ারটেল’ নামের এই টুর্নামেন্ট ই-ফুটবল বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রায়ান ইসমাইল। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৩ লাখ টাকা। রানারআপ হয়ে আবদুল্লাহ বিন জাহাঙ্গীর পেয়েছেন দেড় লাখ টাকা। এই টুর্নামেন্ট কল অব ডিউটি: মোবাইল ও মোবাইল লেজেন্ডস: ব্যাং ব্যাং গেমসেও দলগতভাবে অংশ নেন গেমাররা।

গত শুক্রবার রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের ৩০ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শিহাব আহমাদ এবং ডিসকভারি ওয়ান লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাদাব হোসেন।

দুই মাস ধরে চলা এই গেমস টুর্নামেন্টের আয়োজন করে ডিসকভারি ওয়ান। প্রধান পৃষ্ঠপোষক ছিল মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের সহযোগী ব্র্যান্ড এয়ারটেল। এ আয়োজনে ১ হাজার ৭০০ জনের বেশি গেমার অংশ নেন।

দলগত গেম মোবাইল লেজেন্ডস: ব্যাং ব্যাং-এ চ্যাম্পিয়ন হয়েছে কমফোর্ট ক্রাউড দল। দলটি পেয়েছে পাঁচ লাখ টাকা পুরস্কার। রানারআপ হয়ে আড়াই লাখ টাকা জিতেছে কিংসম্যান দল। কল অব ডিউটি গেমে চ্যাম্পিয়ন হয়েছে টিম ওয়ানএইচপি। দলটি পেয়েছে চার লাখ টাকা। অন্যদিকে রানারআপ এলবিডি রিবর্ন জিতেছে দুই লাখ টাকা।

চ্যাম্পিয়ন ও রানারআপের পাশাপাশি টুর্নামেন্টে মোট ৪৮টি দল বিভিন্ন বিভাগে পুরস্কার জিতেছে। ই-স্পোর্টসের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে শিহাব আহমাদ বলেন, ‘ই-স্পোর্টস আমাদের জন্য একটি সম্ভাবনাময় ক্ষেত্র। বিশ্বজুড়ে ধীরে ধীরে তা সমাদৃত হচ্ছে। আমরা চাই এই অঙ্গনে বাংলাদেশও এগিয়ে যাক।’

অনুষ্ঠানে সাদাব হোসেন বলেন, ‘আমরা বাংলাদেশে ই-স্পোর্টসকে এগিয়ে নেওয়ার জন্য নিবেদিত। এ খাতে নতুন মানদণ্ড স্থাপনের মাধ্যমে স্থানীয় প্রতিভাদের লালন করার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছি। সমাপনী অনুষ্ঠানের শেষে ছিল ব্যান্ড দল আর্টসেলের পরিবেশনা।