এনগেলবাট উদ্ভাবিত কম্পিউটার মাউস
এনগেলবাট উদ্ভাবিত কম্পিউটার মাউস

প্রথম কম্পিউটার মাউসের পেটেন্ট পেলেন ডগলাস এনগেলবাট

১৭ নভেম্বর ১৯৭০

উদ্ভাবক ডগলাস কার্ল এনগেলবাট প্রথম কম্পিউটার মাউসের পেটেন্ট স্বত্ব পান। জেরক্স পার্কের প্রকৌশলী হিসেবে কাজ করার সময় তিনি কম্পিউটার মাউস উদ্ভাবন করেন।

১৭ নভেম্বর ১৯৭০
প্রথম কম্পিউটার মাউসের পেটেন্ট পেলেন ডগলাস এনগেলবাট
প্রথম কম্পিউটার মাউসের উদ্ভাবক ডগলাস কার্ল এনগেলবাট মার্কিন পেটেন্ট কার্যালয় থেকে পেটেন্ট স্বত্ব পান। জেরক্স পার্কের প্রকৌশলী হিসেবে কাজ করার সময় তিনি কম্পিউটার মাউস উদ্ভাবন করেন। ১৯৬৮ সালের ৯ ডিসেম্বর এনগেলবাট কম্পিউটার–সংশ্লিস্ট বেশ কিছু যন্ত্র প্রদর্শন করেন। সেগুলো আধুনিক কম্পিউটারের জন্য অনিবার্য হয়ে ওঠে। এনগেলবাটের দেখানো উদ্ভাবনগুলোর মধ্যে মাউস–নিয়ন্ত্রিত গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ভিডিও কনফারেন্সিং ও হাইপারটেক্সট ছিল।

মাউসের উদ্ভাবক ডগলাস এনগেলবাট

ডগলাস এনগেলবাট ১৯২৫ সালের ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে জন্মগ্রহণ করেন। ২০১৩ সালের ২ জুলাই তিনি মারা যান।