প্রযুক্তির এই দিনে: ২২ সেপ্টেম্বর

কম্পিউটার কোডের মেধাস্বত্ব হতে পারে

যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক কম্পিউটার কোডের কপিরাইট বা মেধাস্বত্ব রক্ষিত হবে, এমন একটি নির্দেশ দেন।

২২ সেপ্টেম্বর ১৯৮৬
কম্পিউটার কোডের মেধাস্বত্ব হতে পারে
কম্পিউটার পরিচালনার নেপথ্যে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য আদালতের একটি রায় হয়ে ওঠে বিজয়ের কারণ। এই দিনে যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক এই মর্মে রুলনিশি জারি করেন, যে কোড (প্রোগ্রামিং সংকেত) কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র চালাতে ব্যবহৃত হয়, সেটির মেধাস্বত্ব (কপিরাইট) হতে পারে। অর্থাৎ মুদ্রিত কর্মের যেমন কপিরাইট রক্ষিত হয়, একইভাবে কম্পিউটার প্রোগ্রামেরও কপিরাইট আইনত সংরক্ষিত হতে পারে।

কম্পিউটার কোড আইনী স্বীকৃতি পায় ১৯৮৬ সালে