এএমডির প্রসেসরে নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছেন গুগলের নিরাপত্তাগবেষক টাভিস অরমানডি। এক ব্লগে তিনি দাবি করেছেন, ‘জেনব্লিড’ নামের এ ত্রুটির মাধ্যমে এএমডির জেন ২ প্রসেসরগুলো থেকে ব্যবহারকারীদের পাসওয়ার্ড, এনক্রিপশন কি ছাড়াও ক্লাউড হোস্টিংয়ে সংরক্ষণ করা তথ্য জানা সম্ভব। ফলে প্রসেসরগুলোতে চলা কম্পিউটার ব্যবহারকারীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
টাভিস অরমানডির তথ্যমতে, এএমডি রাইজেন ৩০০০, ৪০০০, ৫০০০, ৭০২০ সিরিজসহ রাইজেন প্রো ৩০০০ ও ৪০০০ সিরিজের প্রসেসরগুলোতে জেনব্লিড ত্রুটি রয়েছে। এএমডির জনপ্রিয় রাইজেন ৫ ৩৬০০ প্রসেসরেও এ ত্রুটির সন্ধান পাওয়া গেছে। ফলে অনেক ব্যবহারকারীই নিরাপত্তাহীনতায় রয়েছেন।
জেনব্লেড ত্রুটির মাধ্যমে দূর থেকে যেকোনো কম্পিউটারের সিস্টেমে সাইবার হামলা চালানো যায়। ফলে ওয়েবপেজের জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সাইবার অপরাধীরা চাইলেই কম্পিউটারের নিয়ন্ত্রণ নিতে পারেন। নিরাপত্তা ত্রুটির সমাধান করতে এরই মধ্যে কাজ শুরু করেছে এএমডি কর্তৃপক্ষ। অক্টোবর নাগাদ প্রতিষ্ঠানটির হালনাগাদ ফার্মওয়্যার উন্মুক্ত করা হতে পারে।
এএমডি প্রসেসরে ত্রুটি শনাক্তের বিষয়ে গুগল জানিয়েছে, ‘আমরা এএমডি প্রসেসরে থাকা নিরাপত্তা ত্রুটির বিষয়ে সচেতন রয়েছি। সিভিই–২০২৩-২০৫৯৩ কোড নামের ত্রুটি সমাধানে এএমডিসহ অন্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে গুগল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া