আঙুলের ছাপযুক্ত ছবি কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করা যায়
আঙুলের ছাপযুক্ত ছবি কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করা যায়

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবি হতে পারে ঝুঁকির কারণ

সামাজিক যোগাযোগমাধ্যমে লেখার পাশাপাশি নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করেন অনেকেই। এসব ছবিতে কেউ কেউ আঙুলের ছাপ বা আঙুল দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিও প্রকাশ করেন। তবে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা আঙুলের ছাপযুক্ত ছবি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা ব্যাংক অ্যাকাউন্টসহ বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের দখল নিতে পারে। শুনতে অবাক লাগলেও ভারতের উত্তর প্রদেশের নয়ডায় এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।

নবভারত টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আঙুলের ছাপযুক্ত ছবি কাজে লাগিয়ে নয়ডায় ১০টির বেশি প্রতারণার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দেখা গেছে, সাইবার অপরাধীরা ভুক্তভোগীদের সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা আঙুলের ছাপের ছবি দিয়ে নকল ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে প্রতারণার কাজে ব্যবহার করেছে। আর তাই আঙুলের ছাপের পাশাপাশি ছবিতে কোনো সংবেদনশীল তথ্য থাকলে সেগুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ঠিক নয় বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা কর্তৃপক্ষ।

সাইবার নিরাপত্তা গবেষকদের তথ্যমতে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস নিয়মিত হালনাগাদ করা জরুরি। পাশাপাশি দুই স্তরের নিরাপত্তাসুবিধাও চালু করতে হবে। এ ছাড়া আঙুলের ছাপ দিয়ে পরিচয় শনাক্তকরণ যাচাইপ্রক্রিয়া ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। বিশ্বস্ত প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ছাড়া নামসর্বস্ব ওয়েবসাইটে আঙুলের ছাপের তথ্য দিলে তা বেহাত হতে পারে। এর পাশাপাশি সব ধরনের অ্যাকাউন্টে বায়োমেট্রিক ব্যবহারে সতর্ক থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপে বায়োমেট্রিক যাচাইকরণ ব্যবহার করলে নিয়মিত লেনদেনের তথ্য যাচাই করতে হবে।

সূত্র: নিউজ১৮ ডটকম