লেন্সা অ্যাপ
লেন্সা অ্যাপ

সাবধান! আপনার অজান্তেই ছবি সংগ্রহ করছে লেন্সা অ্যাপ

আপনি হয়তো কিছুদিন ধরেই লক্ষ্য করছেন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিজেদের সেলফি ছবির অ্যাভাটার (চেহারার আদলে ছবি বা ইমোজি) পোস্ট করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর লেন্সা অ্যাপের মাধ্যমেই মূলত তৈরি করা হচ্ছে এসব সেলফি অ্যাভাটার। সহজে সেলফি অ্যাভাটার তৈরির সুযোগ দিলেও ব্যবহারকারীদের অজান্তেই ছবি সংগ্রহ করছে অ্যাপটি। এসব ছবি পরবর্তী সময়ে অপব্যবহার করা হতে পারে বলে ব্যবহারকারীদের সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি, লেন্সা অ্যাপ ব্যবহারের আগেই বেশ কিছু শর্ত মানতে হয় ব্যবহারকারীদের। এসব শর্তের মধ্যে রূপান্তরিত ছবি সংগ্রহ, পুনরায় রূপান্তর, পরিবর্তনের পাশাপাশি ছবিগুলো ব্যবহারের অনুমতি নিয়ে নেয় অ্যাপটি। ফলে অ্যাপটি চাইলেই ব্যবহারকারীদের ছবি বিভিন্ন কাজে ব্যবহারের পাশাপাশি যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পাঠাতে পারে। এসব ছবি সাইবার অপরাধীরা সংগ্রহ করে বিভিন্ন অপরাধ করতে পারে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞরা।

ব্যবহারকারীদের ছবি সংগ্রহের বিষয়টি স্বীকারও করেছে অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান প্রিজমা ল্যাব। প্রতিষ্ঠানটির দাবি,অ্যাপ উন্নয়নসহ বিভিন্ন সুবিধা চালুর লক্ষ্যেই ব্যবহারকারীদের ছবিগুলো ব্যবহার করা হয়ে থাকে। ব্যবহারকারীদের সুবিধার্থে ব্যক্তিগত নীতিমালা হালনাগাদ করা হচ্ছে।

সূত্র: দ্য সান