ইলন মাস্কের এক্সে কমছে প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারী

কোড কনফারেন্স ২০২৩ আয়োজনে এক্সের সিইও লিন্ডা ইয়াকারিনো
এএফপি

ইলন মাস্কের মালিকানাধীন এক্সে (সাবেক টুইটার) দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমছে। গত মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভক্স মিডিয়া আয়োজিত কোড কনফারেন্স ২০২৩–এ সিএনবিসির জুলিয়া বোরস্টিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিন্ডা ইয়াকারিনো এ তথ্য দিয়েছেন।

সম্প্রতি কোড ২০২৩ সম্মেলনে লিন্ডা ইয়াকারিনো জানান, এখন প্রতিদিন সাড়ে ২২ কোটি সক্রিয় ব্যবহারকারী এক্স ব্যবহার করেন। ইয়াকারিনোর তথ্য পর্যালোচনা করে দেখা যায়, এক্সের দৈনিক সক্রিয় ব্যবহারকারী কমেছে ১১ দশমিক ৬ শতাংশ। সংখ্যার হিসাবে তা প্রায় এক কোটি হতে পারে। অর্থাৎ ইলন মাস্ক অধিগ্রহণ করার পর এক্সের ব্যবহারকারী কমেছে।

গত বছরের নভেম্বরে তৎকালীন টুইটারে দেওয়া এক টুইট বার্তায় ইলন মাস্ক লিখেছিলেন, টুইটারে দৈনিক ২৫ কোটি ৪৪ লাখ সক্রিয় ব্যবহারকারী রয়েছেন। অবশ্য কোড ২০২৩ সম্মেলনের পর দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংশোধিত সংখ্যা প্রকাশ করে এক্স। দ্য ইনফরমেশনের প্রতিবেদন অনুসারে, এক্স প্রকাশিত দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দেখানো হয় ২৪ কোটি ৫০ লাখ। এই হিসাব মেনে নিলেও ইলন মাস্ক মালিকানায় আসার পর এক্সের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমেছে ৩ দশমিক ৭ শতাংশ।

এর আগেও অবশ্য বিভিন্ন সাক্ষাৎকারে ইয়াকারিনো জানিয়েছেন যে প্রতিদিন ২০ থেকে ২৫ কোটি সক্রিয় ব্যবহারকারী এক্স ব্যবহার করেন। কোড ২০২৩ সম্মেলনে ইয়াকারিনো জানান, এক্সে এখন ৫০ হাজার কমিউনিটিজ রয়েছে। জুন মাস থেকে কমিউনিটিজ ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে এবং ব্যবহারকারী কমিউনিটিজে আগের তুলনায় বেশি সময় ব্যয় করছেন। এক্সে এখন প্রতি মাসের হিসাবে রেকর্ড পরিমাণ ৫৫ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। জুলাই মাসে এক পোস্টে ইলন মাস্ক জানান, এক্সে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৫৪ কেটি ১০ লাখ।

সূত্র: ম্যাশেবল