বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠান নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছে ক্যাসপারস্কি
বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠান নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছে ক্যাসপারস্কি

প্রতি মাসে প্রায় অর্ধেক শিল্পপ্রতিষ্ঠান নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হচ্ছে: ক্যাসপারস্কি

বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্ক ও তথ্য নিরাপত্তা পর্যালোচনা করে অ্যান্টিভাইরাস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাসপারস্কি জানিয়েছে, বর্তমানে প্রায় এক-তৃতীয়াংশ শিল্পপ্রতিষ্ঠান নিয়মিতভাবে নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হচ্ছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৫ শতাংশই মাসে একাধিকবার এবং অন্তত ১২ শতাংশ বছরে একবার নেটওয়ার্ক সমস্যা মোকাবিলা করে থাকে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ক্যাসপারস্কি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় হয়েছে, সাইবার হামলার ঘটনা শনাক্ত করার পাশাপাশি তা সমাধান করা সবচেয়ে চ্যালেঞ্জিং বলে জানিয়েছে ৪৯ শতাংশ শিল্পপ্রতিষ্ঠান। এর ফলে অনেক প্রতিষ্ঠান প্রায়ই নেটওয়ার্কের বিভ্রাট, কার্যক্ষমতা কমে যাওয়া ও সীমিত নেটওয়ার্ক সমস্যার মুখোমুখি হয়ে থাকে। এসব সমস্যা সমাধান করে আবার পূর্ণ কার্যক্রম পরিচালনা করতে ৭৪ শতাংশ প্রতিষ্ঠানের ১ থেকে ৫ ঘণ্টা সময় প্রয়োজন হয়।

ক্যাসপারস্কির সিকিউর অ্যাকসেস সার্ভিস এজ বিভাগের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক ম্যাক্সিম কামিনস্কি জানিয়েছেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্ক সমস্যার কারণে প্রায়ই বিলম্ব, উৎপাদন হ্রাস, আর্থিক ক্ষতি ও সুনাম ক্ষুণ্ন হয়। নেটওয়ার্কে সমস্যা হলে প্রতিষ্ঠানের যোগাযোগ ও ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হয়। উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি গ্রাহকের আস্থাও হারাতে থাকে। আর তাই ব্যবসার ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যক্রম সুরক্ষিত রাখা উচিত।

নেটওয়ার্ক সমস্যা ও সুরক্ষা নিশ্চিত করতে ক্যাসপারস্কি তাদের ক্যাসপারস্কি ইন্ডাস্ট্রিয়াল সাইবার সিকিউরিটি (কেআইসিএস) ও ক্যাসপারস্কি এসডি-ডব্লিউএএনর মতো নিরাপত্তাসেবা ব্যবহারের পরামর্শ দিয়েছে। এসব নিরাপত্তাসেবা কেন্দ্রীয়ভাবে পরিচালনা, নেটওয়ার্ক অপটিমাইজেশন ও অত্যাধুনিক সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সক্ষম বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।