ক্রোম ব্রাউজার
ক্রোম ব্রাউজার

অ্যান্ড্রয়েডের পুরোনো যেসব সংস্করণ সমর্থন করবে না ক্রোম ব্রাউজার

পুরোনো সংস্করণের অ্যান্ড্রয়েড থেকে নিজেদের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ক্রোম ব্রাউজার। নতুন এ সিদ্ধান্তের ফলে অ্যান্ড্রয়েড ৭.১ (নোগাট) অপারেটিং সিস্টেমসহ আগের কোনো সংস্করণে হালনাগাদ সংস্করণের ক্রোম ব্রাউজার ব্যবহার করা যাবে না। এর ফলে অ্যান্ড্রয়েডের পুরোনো সংস্করণ ব্যবহারকারীরা ক্রোম ব্রাউজারের হালনাগাদ নিরাপত্তা ও প্রযুক্তিসুবিধাও ব্যবহার করতে পারবেন না।

বিভিন্ন প্রযুক্তিসুবিধা যুক্ত করার পাশাপাশি নিরাপত্তা শক্তিশালী করতে নিয়মিত ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করে গুগল। নতুন এ সিদ্ধান্তের ফলে সমর্থন প্রত্যাহার করা অপারেটিং সিস্টেমে চলা ফোনগুলোয় ‘ক্রোম ১২০’ থেকে শুরু করে পরবর্তী হালনাগাদ সংস্করণের ক্রোম ব্রাউজার ব্যবহার করা যাবে না। ফলে সাইবার হামলাসহ বিভিন্ন কারিগরি ত্রুটির মুখোমুখি হতে হবে ব্যবহারকারীদের।

গুগল জানিয়েছে, আগামী বছরের শুরুতে ‘ক্রোম ১২০’ নামের সংস্করণ উন্মুক্ত করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হালনাগাদ না করলে সংস্করণটি ব্যবহার করা যাবে না। ক্রোম ব্রাউজারের পাশাপাশি গুগলের ক্যালেন্ডার অ্যাপও অ্যান্ড্রয়েড ৭.১ (নোগাট) অপারেটিং সিস্টেমসহ আগের কোনো সংস্করণ সমর্থন করবে না। আগামী ডিসেম্বর মাস থেকেই পুরোনো সংস্করণের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থেকে ক্যালেন্ডার অ্যাপের সমর্থন প্রত্যাহার করা হবে।
সূত্র: এনডিটিভি