চ্যাটজিপিটি
চ্যাটজিপিটি

চ্যাটজিপিটিতে যুক্ত হচ্ছে বিং সার্চ ইঞ্জিন

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির রোবট–সফটওয়্যার চ্যাটজিপিটি বর্তমানে ২০২১ সাল পর্যন্ত ইন্টারনেটে থাকা তথ্য বা ডেটা ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকে। এ সীমাবদ্ধতা দূর করতে চ্যাটজিপিটিতে নিজেদের বিং সার্চ ইঞ্জিন যুক্তের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে চলা ‘মাইক্রোসফট বিল্ড’ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্বয়ংক্রিয়ভাবে বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করবে চ্যাটজিপিটি। ফলে বিং সার্চ ইঞ্জিনের হালনাগাদ তথ্যও জানাতে পারবে চ্যাটজিপিটি। এ বিষয়ে মাইক্রোসফটের ভোক্তা বিপণন বিভাগের প্রধান ইউসুফ মেহদি জানিয়েছেন, চ্যাটজিপিটি এখন স্বয়ংক্রিয়ভাবে ব্রাউজারে অনুসন্ধান করে তথ্য দেখাবে। এমনকি অনলাইনে থাকা বিভিন্ন উদ্ধৃতিও তুলে ধরবে। এ সবকিছুই সরাসরি চ্যাটবটের চ্যাট অপশনে দেখা যাবে।

মাইক্রোসফট জানিয়েছে, প্রাথমিকভাবে চ্যাটজিপিটি প্লাসে নিবন্ধিত ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। পর্যায়ক্রমে চ্যাটজিপিটির বিনা মূল্যের সংস্করণেও এ সুবিধা উন্মুক্ত করা হবে।

সম্মেলনে বিং সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্লাগ–ইন ব্যবহারের সুযোগ চালুরও ঘোষণা দিয়েছে মাইক্রোসফট ও চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। প্লাগ–ইনটি কাজে লাগিয়ে ডেভেলপাররা নিজেদের প্রয়োজন অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিভিন্ন সুবিধা ব্যবহার করতে পারবেন।

সম্মেলনে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভার্চ্যুয়াল সহকারী ‘উইন্ডোজ কো-পাইলট’ যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছে মাইক্রোসফট। আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হতে যাওয়া এ সুবিধা উইন্ডোজের টাস্কবার থেকে ব্যবহার করা যাবে। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে কম্পিউটারে যেকোনো সফটওয়্যারে কাজ করার সময় প্রশ্নের উত্তর জানার পাশাপাশি বিভিন্ন পরামর্শও পাওয়া যাবে।
সূত্র: গ্যাজেটস নাউ