গুগল প্লে স্টোরে ম্যালওয়্যারযুক্ত ১৩টি অ্যাপের সন্ধান পাওয়া গেছে
গুগল প্লে স্টোরে ম্যালওয়্যারযুক্ত ১৩টি অ্যাপের সন্ধান পাওয়া গেছে

স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিতে পারে ম্যালওয়্যারযুক্ত এই ১৩ অ্যাপ

গুগল প্লে স্টোরে ক্ষতিকর ১৩টি অ্যাপের সন্ধান পেয়েছেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফির একদল গবেষক। প্রতিষ্ঠানটির দাবি, এই অ্যাপগুলো ডাউনলোড করলেই স্মার্টফোনে ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করে। পরে ম্যালওয়্যারটি পুরো স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিয়ে ব্যবহারকারীদের অজান্তেই ক্ষতিকর অ্যাপ নামানোর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ক্লিক করতে থাকে।

ম্যাকাফির তথ্যমতে, স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিতে সক্ষম মোট ২৫টি অ্যাপের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে ১৩টি অ্যাপ গুগল প্লে স্টোরে ছিল। এসব অ্যাপের মধ্যে বেশ কয়েকটি অ্যাপ এক লাখ বারের বেশি ইনস্টল করা হয়েছে। বিষয়টি জানতে পেরে এরই মধ্যে প্লে স্টোর থেকে ক্ষতিকর অ্যাপগুলো মুছে ফেলেছে গুগল। তবে ব্যবহারকারীদের স্মার্টফোনে থাকা অ্যাপগুলো এখনো ক্ষতি করতে সক্ষম। আর তাই ব্যবহারকারীদের স্মার্টফোন থেকে অ্যাপগুলো দ্রুত মুছে ফেলতে হবে।

ক্ষতিকর ১৩ অ্যাপ হলো এসেনশিয়াল হরোস্কোপ ফর অ্যান্ড্রয়েড, থ্রিডি স্কিন এডিটর ফর পিই মাইনক্রাফ্ট, লোগো মেকার প্রো, অটো ক্লিক রিপিটার, কাউন্ট ইজি ক্যালরি ক্যালকুলেটর, সাউন্ড ভলিউম এক্সটেন্ডার, লেটার লিংক, নাম্বারোলজি: পারসোনাল হরোস্কোপ অ্যান্ড নম্বর প্রেডিকশনস, স্টেপ কিপার: ইজি পেডোমিটার, ট্র্যাক ইউর স্লিপ, সাউন্ড ভলিউম বুস্টার, অ্যাস্টোলজিক্যাল নেভিগেটর: ডেইলি হরোস্কোপ অ্যান্ড ট্যারট এবং ইউনিভার্সাল ক্যালকুলেটর।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্ষতিকর অ্যাপ থেকে রক্ষা পেতে অ্যাপ নামানোর আগেই নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে হবে। জানতে হবে অ্যাপটির বিষয়ে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতাও। অনলাইনে পাওয়া অপরিচিত লিংকে ক্লিক করে অ্যাপ নামানো থেকেও বিরত থাকতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া