টিকটের বর্ষসেরা ক্রিয়েটর নাদির
টিকটের বর্ষসেরা ক্রিয়েটর নাদির

টিকটক ক্রিয়েটর পুরস্কার

বাংলাদেশে বর্ষসেরা কনটেন্ট ক্রিয়েটর ‘নাদির অন দ্য গো’

বাংলাদেশে ভিডিও ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বর্ষসেরা ভিডিও নির্মাতা বা ক্রিয়েটর পুরস্কার পেয়েছেন নাদির (নাদির অন দ্য গো)। গত শুক্রবার ঢাকার তেজগাঁওয়ে ‘টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস ২০২৪’ আয়োজনে এ পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশি ক্রিয়েটরদের জন্য দ্বিতীয়বারের মতো এ আয়োজন করা হয়। এ বছর ১০টি শ্রেণিতে পুরস্কার দিয়েছে টিকটক। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিকটক।

টিকটকের দক্ষিণ এশিয়ার হেড অব কনটেন্ট অপারেশনস পূজা দত্ত বলেন, ‘টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস আমাদের মাধ্যমে ব্যবহারকারীদের অসাধারণ সৃজনশীলতা ও দক্ষতা তুলে ধরে। বিনোদন বা শিক্ষমূলক ভিডিওর পাশাপাশি ডিজিটাল মাধ্যমের গতিশীলতা ও বৈচিত্র্যকে যাঁরা তুলে ধরেন, আমরা তাঁদের উৎসাহিত করি। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো এ আয়োজন আমাদের এমন প্রচেষ্টার প্রতিফলন।’

পুরস্কার অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ‘ক্রিয়েটর অব দ্য ইয়ার ২০২৪’। বর্ষসেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন নাদির (নাদির অন দ্য গো)। এ ছাড়া সেরা ভিডিওর জন্য পুরস্কার পেয়েছেন গুলফাম শাহানা জানা। সেরা ফ্যাশন ক্রিয়েটর হামজা খান শায়ান এবং সেরা ট্রাভেল ক্রিয়েটর পুরস্কার পেয়েছেন মি. মিক্সার রাশিক (মি. মিক্সারসওয়ার্ল্ড)।

শিক্ষামূলক কনটেন্ট তৈরির জন্য কনটেন্ট ক্রিয়েটর স্যাম (স্যাম জোন অফিশিয়াল), সেরা বিউটি ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন তানিশা তাসনিম (দ্য চার্ম ইনসাইড ১৮)। উদীয়মান ক্রিয়েটরদের মধ্যে সেরা হয়েছেন রাফসান আহমেদ (@রাফসান স্পোর্টস বাজ)।

সেরা ফুড ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন সোহেব রহমান (@হ্যাটমান কুকিং) এবং সেরা এন্টারটেইনমেন্ট ক্রিয়েটরের পুরস্কার জিতেছেন সারওয়ার বাঁধন এবং সাদিয়া রোজা (@সারওয়ার সাদিয়া)। এ ছাড়া সেরা স্পোর্টস ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ কাওসার বিন মুস্তাফিজ (@নিশ্চুপ শৌভিক)।

টিকটকের পুরস্কার বিজয়ীরা। শুক্রবার রাতে ঢাকার তেজগাঁয়ে

টিকটক ব্যবহারকারীদের ভোটে বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই পুরস্কারের জন্য গত ১৪ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত টিকটক অ্যাপের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। মোট ১০টি শ্রেণিতেই ব্যবহারকারীরা ভোট দেওয়ার সুযোগ পান।