থ্রেডস অ্যাপ
থ্রেডস অ্যাপ

গুজব ছড়ানো যাবে না থ্রেডসে

বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রায়ই গুজব ছড়ান অনেকে। এসব বার্তার কারণে বিভিন্ন বিষয়ে ভুল–বোঝাবুঝির পাশাপাশি নেতিবাচক ঘটনা ঘটারও আশঙ্কা থাকে। আর তাই চালুর পরপরই ভুয়া তথ্য বা গুজব ছড়ানো অ্যাকাউন্টগুলোকে সতর্ক করা শুরু করছে মেটার নতুন অ্যাপ থ্রেডস। শুধু তা–ই নয়, অ্যাকাউন্টগুলোয় সতর্কতামূলক লেবেলও প্রদর্শন করছে। ফলে অন্য ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে অ্যাকাউন্টগুলো।

থ্রেডস চালুর পরপরই গুজব বা ভুয়া তথ্য ছড়ানোর জন্য সতর্কতামূলক বার্তা পাওয়ায় টুইটারে অসন্তোষ প্রকাশ করেছে অনেক ব্যবহারকারী। অ্যাকাউন্টে সতর্কতা পাওয়ার কথা জানিয়েছে ইয়ান মাইলস চিওং নামের এক ব্যক্তি। অ্যাপে সেন্সরশিপ জারি রেখেছে থ্রেডস। এটা স্বাধীন মতামত দেওয়ার মাধ্যম নয়।

জানা গেছে, থ্রেডসে ভুয়া তথ্য পোস্ট করলেই সেই অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে একটি বার্তা দেখা যাচ্ছে। বার্তায় বলা হয়েছে, এই অ্যাকাউন্টে ভুয়া তথ্য পোস্ট করা হয়েছে। এগুলো স্বাধীন তথ্য পর্যালোচনাকারীদের মাধ্যমে যাচাই করা হয়েছে, যা থ্রেডসের নীতিমালা ভঙ্গ করেছে।

থ্রেডসের এই সতর্কবার্তা প্রদর্শনের ফলে ভুয়া তথ্য ছড়ানো অ্যাকাউন্টগুলোর অনুসরণকারী বা অনুসরণ করতে আগ্রহী ব্যক্তিরা ভুয়া তথ্য সম্পর্কে আগে থেকেই সতর্ক হওয়ার সুযোগ পাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের অ্যাকাউন্টেও একই ধরনের সতর্কতামূলক লেবেল প্রদর্শন করেছে থ্রেডস। তবে এ বিষয়ে অভিযোগ করার পর এক বিবৃতিতে থ্রেডস জানিয়েছে, অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির কারণে ভুলবশত ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের অ্যাকাউন্টে সতর্কতামূলক বার্তা প্রদর্শন করা হয়েছে। এরই মধ্যে বিষয়টির সমাধান করা হয়েছে।
সূত্র: ম্যাশেবল