অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে

অ্যান্ড্রয়েডের একাধিক সংস্করণে ত্রুটি, নিরাপদ থাকতে যা করতে হবে

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছে গুগল। সিভিই-২০২৪-৩২৮৯৬ নামের এই ত্রুটি থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে তড়িঘড়ি করে অ্যান্ড্রয়েডে চলা সব যন্ত্রের জন্য জরুরি নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন নিরাপত্তা প্যাচটি সবাইকে দ্রুত ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা।

গুগলের তথ্যমতে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফ্রেমওয়ার্ক কমপোনেন্টে থাকা সিভিই-২০২৪-৩২৮৯৬ নামের ত্রুটিটি ক্ষতির মাত্রা বিবেচনায় বেশ ভয়ংকর। আর তাই সাইবার অপরাধীরা ত্রুটিটি কাজে লাগিয়ে সহজেই অ্যান্ড্রয়েডে চলা স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটার থেকে তথ্য চুরি করতে পারেন।

অ্যান্ড্রয়েডের একাধিক সংস্করণে এই ত্রুটি থাকায় যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। তবে এই ত্রুটি কাজে লাগিয়ে এরই মধ্যে সাইবার হামলার কোনো ঘটনা ঘটেছে কি না, তা জানায়নি গুগল। পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নতুন নিরাপত্তা প্যাচটি নামিয়ে ব্যবহার করা যাবে।

সূত্র: দ্য হ্যাকার নিউজ