অপরিচিতরা যাতে কম বয়সী ছেলেমেয়ে বা টিনএজারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে না পারে, সে জন্য নতুন সুরক্ষাসুবিধা যুক্ত করেছে স্ন্যাপচ্যাট। অনলাইন পরিসরে সুরক্ষিত রাখতে স্ন্যাপ কমিউনিটির জন্য চালু করা এসব সুরক্ষাসুবিধা সম্পর্কে এক ব্লগে ঘোষণা দেওয়া হয়। স্ন্যাপচ্যাটের গ্লোবাল হেড অব প্ল্যাটফর্ম সেফটি জ্যাকলিন বিউশারে এ ঘোষণা দেন।
নতুন এসব সুরক্ষাসুবিধা চালু হলে সন্দেহজনক ও অপরিচিত কোনো অ্যাকাউন্ট থেকে টিনএজারদের বার্তা পাঠানো হলে একটা সতর্কতাবার্তা পাঠানো হবে। এ বার্তার নিচে অপরিচিত ব্যক্তিকে ব্লক করার সুযোগ থাকবে। গত বছরের নভেম্বরে সতর্কবার্তা দেওয়ার এ সুবিধা চালু হলেও এখন নতুন হালনাগাদে এ সুবিধাকে আরও উন্নত করা হয়েছে। যেসব অ্যাকাউন্ট অন্য কোনো ব্যবহারকারী ব্লক করেছে বা ভিন্ন স্থান থেকে কোনো অপরিচিত অ্যাকাউন্ট থেকে বার্তা পাঠালে এই ইন-অ্যাপ ওয়ার্নিং দেখাবে স্ন্যাপচ্যাট। এ ছাড়া মিউচুয়াল ফ্রেন্ড না থাকলে এবং কোনো প্রতারণামূলক কার্যক্রমে জড়িত থাকার ইতিহাস থাকলে সেই অ্যাকাউন্ট থেকে বন্ধুত্বের অনুরোধ পাঠানোর সুযোগ বন্ধ করবে স্ন্যাপচ্যাট। ফলে টিনএজাররা আরও সুরক্ষিত থাকবে। এ ছাড়া স্ন্যাপচ্যাটের লোকেশন শেয়ারিংয়ে টিনএজারদের জন্য সুরক্ষা বাড়ানো হচ্ছে। ফলে ব্যবহারকারী নির্ধারণ করতে পারবেন—কার সঙ্গে সে লোকেশন শেয়ার করছে।
টিনএজারদের সুরক্ষাসুবিধা বাড়ানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুবিধা চালু করে স্ন্যাপচ্যাট। এর আগে গত বছরও ১৩ থেকে ১৭ বছর বয়সীদের নিরাপদে অ্যাপ ব্যবহারের সুযোগ দিতে সুরক্ষাসুবিধা চালু করে স্ন্যাপচ্যাট। তখন অপরিচিত ব্যক্তিদের বিষয়ে সতর্কবার্তা পাঠানোর পাশাপাশি কিশোর-কিশোরীদের অনুপযুক্ত আধেয় বা কনটেন্ট ব্লক করে প্রেরকদের অ্যাকাউন্টে স্ট্রাইক দেওয়ার সুযোগ চালু হয়। একাধিকবার স্ট্রাইক পেলে সেই অ্যাকাউন্ট বাতিলও করা হয়। পাশাপাশি নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক চ্যাটবট চালুর পর সেখানে সুরক্ষা বৃদ্ধির জন্য সেফটি টুল চালু করেছিল প্রতিষ্ঠানটি।
সূত্র: এনগ্যাজেট ও স্ন্যাপ ডটকম