গত বছরের নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে তৈরি চ্যাটজিপিটি বাজারে আনে মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআই। এর পর থেকেই চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বিশ্বজুড়ে অনলাইন প্রতারণার ঘটনা বেড়েছে। শুধু তা-ই নয়, সহজে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের সুযোগ থাকায় হ্যাকাররা সাইবার হামলার কৌশলও পরিবর্তন করেছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ডার্কট্রেস।
ডার্কট্রেসের তথ্যমতে, চ্যাটজিপিটি চালুর পর থেকে ব্যক্তি এবং প্রতিষ্ঠানে নতুন কৌশলে সাইবার হামলা চালাচ্ছেন হ্যাকাররা। এ জন্য গতানুগতিক ভুয়া ই-মেইল পাঠিয়ে সাইবার হামলার বদলে ব্যবহারকারীদের বোকা বানাতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন হ্যাকাররা। ফলে ব্যবহারকারীরা র্যানসমওয়্যার হামলাসহ বিভিন্ন ধরনের সাইবার হামলার মুখোমুখি হচ্ছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে ভবিষ্যতে বিশ্বজুড়ে সাইবার হামলা বাড়বে বলেও বলে সতর্ক করেছে ডার্কট্রেস। প্রতিষ্ঠানটির মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে সাইবার হামলার ঘটনা এখনো ব্যাপকভাবে শুরু হয়নি। হ্যাকাররা কেবল নিজেদের হামলার ধরন পরিবর্তন করেছেন।
সম্প্রতি এক প্রতিবেদনে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান চেক পয়েন্ট রিসার্চ জানিয়েছে, চলতি বছরজুড়েই সাইবার হামলার আশঙ্কা রয়েছে। আর এ সংখ্যা গত বছরের তুলনায় বেশি হবে। তবে চ্যাটজিপিটি বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে সাইবার হামলা চালানো হবে কি না, এ বিষয়ে কোনো তথ্য জানায়নি গবেষণা প্রতিষ্ঠানটি।
সূত্র: দ্য গার্ডিয়ান