কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যারের জন্য অনলাইনে আলাদা বাজার

চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেন এআই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সফটওয়্যারের জন্য অনলাইনে নতুন একটা বাজার (মার্কেটপ্লেস) তৈরির পরিকল্পনা করছে। এই মার্কেটপ্লেসে ডেভেলপাররা তাঁদের তৈরি এআই প্রযুক্তির বিভিন্ন এআই প্রোগ্রাম বা মডেল বিক্রির সুযোগ পাবেন।

সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কাজের প্রয়োজনে অনেক সময় চ্যাটজিপিটি ব্যবহার করে থাকে। অনলাইন কেনাবেচায় আর্থিক জালিয়াতি শনাক্ত বা কোনো অভ্যন্তরীণ নথির ভিত্তিতে বিশেষ কোনো বাজার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। ওপেন এআইয়ের পরিকল্পনাধীন এই মার্কেটপ্লেসের মাধ্যমে এ ধরনের বিশেষ ও নির্দিষ্ট সেবা দেওয়া এআই প্রযুক্তি বিক্রি করার সুযোগ পাবেন ডেভেলপাররা।

বৈশ্বিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গত মাসে লন্ডনে ডেভেলপারদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় সম্ভাব্য এ পরিকল্পনার কথা জানিয়েছেন ওপেন এআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। সেলস ফোর্স ও মাইক্রোসফটের অ্যাপ স্টোরের মতো ওপেন এআইয়ের নতুন এই এআই সফটওয়্যার মার্কেটপ্লেসকে প্রতিদ্বন্দ্বিতাও করতে হবে। ফলে আরও বৃহৎ পরিসরের গ্রাহকের কাছে পৌঁছাতে পারবে ওপেন এআই।

এ বিষয়ে চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেন এআই তাদের কোনো বক্তব্য বা বিবৃতি গণমাধ্যমে দেয়নি। জানা গেছে, সফটওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাকুয়ান্ট এবং শিক্ষাপ্রযুক্তি প্রতিষ্ঠান খান একাডেমি ওপেন এআইয়ের নতুন এ পরিকল্পনা নিয়ে তাদের আগ্রহও প্রকাশ করেছে।

উল্লেখ্য, গত বছরের শেষের দিকে চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পর থেকে শত শত প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে কাজ করার জন্য এবং দক্ষতা বাড়াতে চ্যাটজিপিটির সেবা নিয়েছে। এমনকি প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের এআই সফটওয়্যারের উন্নত বৃহৎ ভাষা মডেলের (এলএলএম) ওপর ভিত্তি করে নতুন সেবা দেওয়াও শুরু করেছে।

সূত্র: গ্যাজেটস নাউ