বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি নিজেদের পণ্য বা সেবার প্রচারণায় নিয়মিত অডিও কল করেন হোয়াটসঅ্যাপে। এসব স্প্যাম কলের কারণে মাঝেমধ্যেই বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। শুধু তা–ই নয়, স্প্যাম কলের কারণে প্রতারণার শিকার হন অনেকে। ব্যবহারকারীদের স্প্যাম কল থেকে রক্ষা করতে ‘সাইলেন্স আননোন কলারস’ নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ শুরু করেছে মেটার মালিকানাধীন অ্যাপটি। সবকিছু ঠিক থাকলে শিগগিরই এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।
সাইলেন্স আননোন কলারস সুবিধা চালু হলে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠান কল করলে ব্যবহারকারীদের ফোনে রিং বাজবে না। এমনকি কোনো সতর্কবার্তাও দেখাবে না হোয়াটসঅ্যাপ। ফলে স্প্যাম কলগুলো ব্যবহারকারীদের নজর এড়িয়ে যাবে। ব্যবহারকারীদের সাড়া না পাওয়ার ফলে ধীরে ধীরে স্প্যাম কলের সংখ্যা কমে যাবে।
অ্যান্ড্রয়েড বেটা সংস্করণের তথ্যমতে, হোয়াটসঅ্যাপের সেটিংসে থাকা প্রাইভেসি অপশনে প্রবেশ করে সাইলেন্স আননোন কালারস টগল সুবিধা চালু করতে হবে। এ সুবিধা চালু করলে স্বয়ংক্রিয়ভাবে অপরিচিত ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল এলেও ফোনে রিং বাজে না। চাইলে টগলটি বন্ধও করা যায়। ফলে গুরুত্বপূর্ণ কাজের সময় স্প্যাম কলের যন্ত্রণা থেকে রক্ষা পাওয়া সম্ভব।
উল্লেখ্য, বর্তমানে পরিচিত বা অপরিচিত যেকোনো ব্যক্তিকে ব্লক করা যায় হোয়াটসঅ্যাপে। এ ছাড়া স্প্যাম কলের বিরুদ্ধে অভিযোগেরও সুযোগ মিলে থাকে। নতুন এ সুবিধা চালু হলে স্প্যাম কল থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি কোনো ব্যক্তিকে ব্লক না করেও এড়িয়ে চলা যাবে।
সূত্র: গ্যাজেটস নাউ