হঠাৎ করেই আইওএস অপারেটিং সিস্টেমের জরুরি হালনাগাদ উন্মুক্ত করেছে অ্যাপল। আইওএস ১৬.৫.১ নামের নতুন এ সংস্করণে বেশ কয়েকটি গুরুতর ত্রুটির সমাধান করা হয়েছে। আর তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে হলে দ্রুত আইওএস হালনাগাদের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যাপলের তথ্যমতে, আইওএসের পুরোনো সংস্করণে ভয়ংকর নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে। এসব ক্রটি কাজে লাগিয়ে দূর থেকে আইফোনে ক্ষতিকর কোড যুক্ত করে সাইবার হামলা চালানো যায়। আর তাই আইফোন ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি হালনাগাদ প্রকাশ করা হয়েছে।
নিরাপত্তা ত্রুটি দূর করতে সাধারণত পুরো অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করে থাকে অ্যাপল। কিন্তু এবার দ্বিতীয়বারের মতো ‘র্যাপিড সিকিউরিটি রেসপন্স’ সুবিধার আওতায় অপারেটিং সিস্টেমের নির্দিষ্ট অংশের নিরাপত্তা হালনাগাদ করেছে অ্যাপল। ফলে আইওএস অপারেটিং সিস্টেমের ত্রুটি শনাক্তের পরপরই সমাধান করা সম্ভব হয়েছে।
জরুরি হালনাগাদ পেতে প্রথমে আইফোনের সেটিংস অপশনে প্রবেশ করে সফটওয়্যার আপডেট নির্বাচন করতে হবে। এরপর ডাউনলোড এবং ইনস্টল অপশন নির্বাচন করলেই আইফোনে স্বয়ংক্রিয়ভাবে আইওএস ১৬.৫.১ সংস্করণ ইনস্টল হয়ে যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া