কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে সহজেই বিজ্ঞাপন তৈরি করা যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে সহজেই বিজ্ঞাপন তৈরি করা যাবে

বিজ্ঞাপন তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা টুল আনছে মেটা

পণ্য ও সেবার প্রচারণায় ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দেন অনেকেই। এ জন্য বিজ্ঞাপনের নকশাও তৈরি করেন তারা। কিন্তু ভালোমানের বিজ্ঞাপনের নকশা তৈরি করা সহজ নয়। ফলে অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা নিতে হয়। তবে চিন্তার কিছু নেই, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে ভালোমানের বিজ্ঞাপন তৈরির সুযোগ দেবে মেটা। এ জন্য কাজও শুরু করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) অ্যান্ড্রু বসওয়ার্থ বলেছেন, বিজ্ঞাপন তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর টুল আনতে কাজ করছে মেটা। টুলটির মাধ্যমে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সহজেই ভালোমানের বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। শুধু তা–ই নয়, নির্দিষ্ট শ্রেণির ক্রেতাদের জন্য আলাদা বিজ্ঞাপনও তৈরি করা যাবে। চলতি বছরেই টুলটি উন্মুক্ত করা হবে।

গত ফেব্রুয়ারিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা চালুর জন্য নতুন একটি দল গঠন করেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সে সময় তিনি জানিয়েছিলেন, ইনস্টাগ্রামের ফিল্টারসহ ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর চ্যাটবট যুক্তের জন্য কাজ করছে মেটা।
ধারণা করা হচ্ছে, মেটার এ উদ্যোগের অংশ হিসেবেই বিজ্ঞাপন তৈরির উপযোগী কৃত্রিম বুদ্ধিমত্তা টুল তৈরি করছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা টুলের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে ভালোমানের বিজ্ঞাপন তৈরির জন্য কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। এরই মধ্যে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে ভিডিও তৈরির কার্যক্রম শুরু করেছে মুভিও, সিকোইয়া ক্যাপিটাল চায়না এবং বাইডু ভেঞ্চার।
সূত্র : টেক ক্রাঞ্চ