সভায় উচ্চারিত অপ্রীতিকর শব্দ দেখাবে না মাইক্রোসফট টিমস

অনলাইনে সভা করার সময় অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো অপ্রীতিকর শব্দ ব্যবহৃত হয়, তবে তা দেখাবে না মাইক্রোসফট টিমস। ভিডিও সম্মেলন করার সফটওয়্যারটি এ কাজের জন্য একটি ফিল্টার যোগ করার ঘোষণা দিয়েছে। এ ফিল্টার দিয়ে সভায় উচ্চারিত অপ্রীতিকর শব্দ মুছে ফেলা যাবে।

নতুন এ ফিল্টারে অনলাইন সভা চলার সময় লাইভ ক্যাপশনে অপ্রীতিকর শব্দ প্রদর্শিত হবে না। পাশাপাশি সভার লিখিত রূপেও এ ধরনের শব্দ দেখা যাবে না। ফলে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম এ সেটিংস চালু করতে কাজ শুরু করে টিমস। যাতে ব্যবহারকারী তাঁদের সুবিধা অনুযায়ী টগল চালু বা বন্ধ করে সুবিধাটি লাইভ ক্যাপশন ও ট্রান্সক্রিপশনে ব্যবহারের সুযোগ পান। তবে কোনো ফিল্টার ব্যবহার না করলে লাইভ ক্যাপশন ও ট্রান্সক্রিপশনে উচ্চারিত প্রতিটি শব্দই দেখা যায়।

সেটিংসে থাকা ক্যাপশন এবং ট্রান্সক্রিপশন ট্যাবে টগলটি পাওয়া যাবে। এখান থেকে ব্যবহারকারী টগলটি চালু বা বন্ধ করতে পারেন। তবে স্বয়ংক্রিয় সেটিংস হিসেবে সুবিধাটি চালু থাকে। উইন্ডোজ-চালিত কম্পিউটার এবং ওয়েব সংস্করণের জন্য এখন সুবিধাটি উন্মুক্ত করা হয়েছে। এ সুবিধার ফলে শুধু লাইভ ক্যাপশন ও ট্রান্সক্রিপশনে অপ্রীতিকর শব্দ দেখা যাবে না।

এর আগে অর্থ দিলেই কেবল লাইভ ক্যাপশন সুবিধাটি ব্যবহার করা গেলেও লাইভ ক্যাপশন সুবিধাটি ২০২২ সালের মার্চে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়। তাই অপ্রীতিকর শব্দ প্রদর্শন না করার নতুন সুবিধাটিও সব ব্যবহারকারী ব্যবহার করতে পারবেন।

সূত্র: টেকরাডার