ডেটিং অ্যাপ নিয়ে গবেষণা করেছে মজিলা ফাউন্ডেশন
ডেটিং অ্যাপ নিয়ে গবেষণা করেছে মজিলা ফাউন্ডেশন

টিন্ডার, হিঞ্জ ও বাম্বলের মতো অ্যাপের বিরুদ্ধে তথ্য বিক্রির অভিযোগ

নতুন বন্ধু খোঁজার জন্য অনেকেই টিন্ডার, হিঞ্জ ও বাম্বলের মতো ডেটিং অ্যাপ ব্যবহার করে থাকেন। তবে এসব অ্যাপ ব্যবহারকারীর তথ্য বিক্রি করছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে অলাভজনক সংস্থা মজিলা ফাউন্ডেশন। এসব ডেটিং অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করে দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মজিলা ফাউন্ডেশনের গবেষকেরা জানিয়েছেন, তাঁরা ২৫টি ডেটিং অ্যাপ যাচাই-বাছাই করেছেন। এসবের মধ্যে অন্তত ২২টি অ্যাপে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ও তথ্য চুরির প্রমাণ পাওয়া গেছে। এসব অ্যাপের মধ্যে টিন্ডার, বাম্বল ও হিঞ্জের নাম রয়েছে। এমনকি এসব অ্যাপ গবেষণায় সব থেকে কম রেটিংও পেয়েছে।

গবেষণায় জানা গেছে, ডেটিং অ্যাপগুলোতে ব্যক্তিগত তথ্য দেওয়া আবশ্যিক নয়। এসব তথ্য দেওয়া ঐচ্ছিক হলেও ব্যবহারকারীকে ব্যক্তিগত তথ্য দিতে হয়। কারণ, অনেক তথ্য দেওয়া না হলে অ্যাপটি ঠিকভাবে কাজ করে না। টিন্ডার ও হিঞ্জ অ্যাপে ব্যবহারকারীকে অবস্থানগত তথ্য দিতে হয়। অন্যথায় এসব অ্যাপের অনেক সুবিধা ব্যবহার করা যায় না। এমনকি অ্যাপ ব্যবহার না করলেও ব্যবহারকারীর অবস্থানগত তথ্য সংগ্রহ করে এসব ডেটিং অ্যাপ।

মজিলা ফাউন্ডেশনের প্রতিবেদনে জানা গেছে, ২৫ শতাংশ ডেটিং অ্যাপ ব্যবহারকারীর বিভিন্ন মেটাডেটাও সংগ্রহ করে। অর্থাৎ ব্যবহারকারী কোন ছবিতে ক্লিক করেছেন, কোন ছবি প্রকাশ করেছেন, অন্যদের সঙ্গে ব্যবহারকারীর আলাপচারিতা, ভিডিও চ্যাট, ধর্ম, জাতিগত তথ্য ইত্যাদি সংগ্রহ করা হয়। অ্যাপ থেকে চাওয়া অনুমতি (পারমিশন) সীমাবদ্ধ করলে এসব ডেটিং অ্যাপে ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত থাকতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস