নতুন ধরনের সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা
নতুন ধরনের সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা

নতুন যে কৌশলে সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা

কোনো বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আমরা অনেকেই নিয়মিত গুগলে সার্চ করে থাকি। ব্যবহারকারীদের এ আগ্রহ পর্যালোচনা করে নতুন ধরনের সাইবার হামলা চালাচ্ছে একদল হ্যাকার। নতুন ধরনের এ সাইবার হামলা মূলত গুগল সার্চ ব্যবহারকারীদের আগ্রহ পর্যালোচনা করে পরিচালনা করা হচ্ছে। এ জন্য ব্যবহারকারীদের প্রশ্নের ধরন অনুযায়ী নিজেরাই বিভিন্ন ওয়েবসাইট তৈরি করে ম্যালওয়্যার ছড়াচ্ছে তারা।

নতুন ধরনের এ সাইবার হামলা শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সোফোস। প্রতিষ্ঠানটির তথ্যমতে, হ্যাকারদের একটি দল সম্প্রতি গুগল সার্চের ফলাফলের ওপর ভিত্তি করে ব্যবহারকারীদের যন্ত্রে ম্যালওয়্যার ছড়াচ্ছে। এরই মধ্যে গুগলে ‘আর বেঙ্গল ক্যাটস লিগ্যাল ইন অস্ট্রেলিয়া’ লিখে সার্চ করলে সার্চ ফলাফলের শুরুতেই হ্যাকারদের তৈরি ওয়েবসাইটগুলো দেখা যাচ্ছে। ভুয়া ওয়েবসাইটগুলোয় প্রবেশ করলেই ব্যবহারকারীদের কম্পিউটার ও স্মার্টফোনে স্বয়ংক্রিয়ভাবে ম্যালওয়্যার প্রবেশ করে তথ্য চুরি করে পাঠাতে থাকে। এমনকি দূর থেকে যন্ত্রের নিয়ন্ত্রণও নিতে পারে হ্যাকাররা।

সোফোসের তথ্যমতে, নতুন ধরনের এই সাইবার হামলা মূলত একই বিষয়ে জানতে আগ্রহী নির্দিষ্ট ইন্টারনেট ব্যবহারকারীদের লক্ষ্য করে চালানো হচ্ছে। এ জন্য গুগল সার্চ ফলাফলকে প্রাধান্য দিয়ে বিভিন্ন ওয়েবসাইট তৈরি করে সেগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (এসইও) মাধ্যমে গুগলের সার্চ ফলাফলের ওপরের দিকে প্রদর্শন করে তারা। হ্যাকারদের তৈরি ওয়েবসাইটে প্রবেশ করলেই ব্যবহারকারীদের যন্ত্রে ‘গুটলোডার’ ম্যালওয়্যার প্রবেশ করে। যন্ত্রে প্রবেশ করার পর আরও শক্তিশালী ম্যালওয়্যার অনলাইন থেকে ডাউনলোড করে গুটলোডার ম্যালওয়্যার। এর ফলে ব্যবহারকারীদের অজান্তেই তাদের স্মার্টফোন বা ল্যাপটপ থেকে ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরি করতে পারে হ্যাকাররা।  
সূত্র: ডেইলি মেইল