গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা টুল সংবাদ নিবন্ধ লিখে দেবে
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা টুল সংবাদ নিবন্ধ লিখে দেবে

সংবাদ নিবন্ধ লেখার জন্য এআই তৈরি করছে গুগল

স্বয়ংক্রিয়ভাবে সংবাদ, নিবন্ধ লেখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল আনতে কাজ করছে গুগল। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, পরীক্ষামূলক পর্যায়ে থাকা এ টুল ব্যবহারের বিষয়ে বেশ কয়েকটি গণমাধ্যমের সঙ্গে আলোচনাও করছে গুগল। টুলটি স্বয়ংক্রিয়ভাবে সংবাদ, নিবন্ধ লেখার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্নভাবে সাহায্য করবে। গুগলের অভ্যন্তরে এআই টুলকে জেনেসিস নামে আখ্যায়িত করা হচ্ছে।

নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে, এআই টুলটি নিয়ে ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউইয়র্ক পোস্ট–এর সঙ্গে আলোচনা চলছে গুগলের। এই টুল সংবাদের শিরোনামসহ আকর্ষণীয় সংবাদ লিখতে সাংবাদিকদের সাহায্য করবে। এর ফলে কর্মোদ্যম ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তবে টুলটি তৈরির কার্যক্রম এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

জানা গেছে, বিষয়বস্তু উল্লেখ করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সরবরাহ করলেই স্বয়ংক্রিয়ভাবে সংবাদ, নিবন্ধ লিখে দেবে গুগলের এআই টুল। টুলটির বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, প্রতিবেদন লেখা এবং তথ্য যাচাইয়ের মতো মৌলিক কাজে সাংবাদিকদের বিকল্প হতে পারবে না এআই টুলটি।

কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সংবাদ লেখার জন্য এরই মধ্যে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআইয়ের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে এপি। এ ছাড়া বেশ কিছু সংবাদমাধ্যম বিভিন্ন কনটেন্ট তৈরির জন্য এআই টুল ব্যবহার করছে। তবে এসব টুল ব্যবহারে ভুলের আশঙ্কাও রয়েছে।
সূত্র: গ্যাজেটস ৩৬০