ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারী ব্যক্তিরা সাবধান। মেটার ‘রাইটস ম্যানেজার’ টুলের মাধ্যমে বিভিন্ন ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ তুলে অর্থ দাবি করছেন একদল প্রতারক। দাবি করা অর্থ পরিশোধ না করলে মেটার কাছে অভিযোগ করে ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের হুমকি দেন তাঁরা। ফলে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনেকেই অ্যাকাউন্ট চালু রাখতে অর্থ পরিশোধ করতে বাধ্য হন।
মেটার ‘রাইটস ম্যানেজার’ টুলের কারিগরি ত্রুটি কাজে লাগিয়ে প্রতারকেরা নির্দিষ্ট ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গোপনে মেধাস্বত্ব ভঙ্গ করা ছবি বা ভিডিও পোস্টও করে থাকেন। পরে সেই ছবি বা ভিডিও মেধাস্বত্ব লঙ্ঘন করেছে বলে জরিমানার নামে অর্থ দাবি করেন তাঁরা।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসকারী জনপ্রিয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ তুলে অর্থ সংগ্রহ করেছেন প্রতারকেরা। আর তাই এ সমস্যা থেকে অন্য ব্যবহারকারীদের রক্ষা করতে রাইটস ম্যানেজার টুলের কারিগরি ত্রুটি সমাধানের জন্য কাজ শুরু করেছে মেটা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া