সিআরইএসটির সদস্য হয়েছে এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালট্যান্টস (ইআইসি)
সিআরইএসটির সদস্য হয়েছে এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালট্যান্টস (ইআইসি)

যুক্তরাজ্যভিত্তিক সাইবার নিরাপত্তা সংগঠনের সদস্য হলো বাংলাদেশের ইআইসি

বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের সংগঠন সিআরইএসটি (ক্রেস্ট) -এর সদস্য হয়েছে বাংলাদেশের সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালট্যান্টস (ইআইসি)। সাইবার নিরাপত্তা প্রতিরোধে ইআইসির সক্ষমতা পর্যালোচনার পর এ সদস্যপদ দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংগঠনটি।

ইআইসির প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউল ইসলাম বলেন, ‘এ স্বীকৃতি অর্জন আমাদের জন্য আনন্দের। সিআরইএসটি বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর একটি সংগঠন। সংঘটনটির সদস্য হওয়ার জন্য সাইবার নিরাপত্তা বিষয়ে আন্তর্জাতিক মানের সক্ষমতা থাকতে হয়। আমরা ২০১৬ সাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা দিচ্ছি। আর তাই এই স্বীকৃতি আমাদের জন্য খুবই আনন্দের।’

উল্লেখ্য, আন্তর্জাতিকমানের সাইবার নিরাপত্তা সেবা নিশ্চিত করতে সদস্য প্রতিষ্ঠানগুলোর কাজের মান এবং পদ্ধতি নিয়মিত পর্যালোচনা করে থাকে সিআরইএসটি। আর তাই সংগঠনের সদস্য প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পেয়ে থাকে।