অ্যান্ড্রয়েড ১২, ১২এল, ১৩ ও ১৪ অপারেটিং সিস্টেমের ফ্রেমওয়ার্ক, গুগল প্লে সিস্টেম আপডেট, এআরএম কম্পোনেন্ট, ইউনিসক ও কোয়ালকমের কম্পোনেন্টে একাধিক নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। সংস্থাটির মতে, ত্রুটিগুলো কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা সহজেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে।
কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের তথ্যমতে, ক্ষতির মাত্রা বিবেচনায় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা ত্রুটিগুলো বেশ ভয়ংকর। কোয়ালকমের কম্পোনেন্টে ত্রুটি থাকায় ভিভো, শাওমি, ওয়ানপ্লাস, স্যামসাংসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্মার্টফোন ব্যবহারকারীরা বেশি নিরাপত্তাহীনতায় রয়েছেন।
সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে নিজ দেশের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে দ্রুত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হালনাগাদ নিরাপত্তা প্যাঁচ ব্যবহারের পরামর্শও দিয়েছে তারা।
সূত্র: নিউজ১৮ ডটকম