বেশ কিছু অ্যাপ স্মার্টফোনে নামালেই গোপনে ব্যবহারকারীর অবস্থানসহ আদান-প্রদান করা বার্তা এবং ফোন কলের তথ্য সংগ্রহ করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজে নিয়মিত পাঠাতে থাকে। স্টকারওয়্যার নামে পরিচিত এসব অ্যাপের কারণে ব্যক্তিগত তথ্য প্রকাশের পাশাপাশি সাইবার হামলারও ঝুঁকি থাকে। আর তাই স্মার্টফোন ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তায় নিজেদের অ্যান্ড্রয়েড অ্যাপে ‘হু ইজ স্পাইয়িং অন মি’ নামের নতুন সুবিধা যুক্ত করেছে অ্যান্টিভাইরাস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাসপারস্কি।
ক্যাসপারস্কির তথ্যমতে, নতুন এই সুবিধায় একটি স্টকারওয়্যার স্ক্যানার রয়েছে, যা গোপনে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা অ্যাপ শনাক্ত করতে পারে। শুধু তা-ই নয়, ১০০ মিটারের মধ্যে থাকা তথ্য সংগ্রহ করতে সক্ষম সন্দেহজনক যন্ত্রও খুঁজে বের করে ব্যবহারকারীদের সতর্ক করবে। এ ছাড়া সুবিধাটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলে প্রাইভেসি সেটিংসও নিয়ন্ত্রণ করতে পারবেন।
নতুন এ সুবিধার বিষয়ে ক্যাসপারস্কির কনজ্যুমার প্রোডাক্ট মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মারিনা টিটোভা বলেন, ‘ক্যাসপারস্কি স্টকারওয়্যারের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে, এবং আমরা প্রথম যারা এই ধরনের থার্ড-পার্টি ট্র্যাকিং সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করেছিলাম। আমরা আমাদের পণ্যগুলো ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী উন্নত করে যাচ্ছি এবং আমাদের মোবাইল অ্যাপের কার্যকারিতা বাড়িয়েছি, যাতে ব্যবহারকারীদের ডিজিটাল স্টকিং, এমনকি অফলাইন স্টকিং থেকে সুরক্ষা প্রদান করা যায়।’