বিভিন্ন ওয়েবসাইটে থাকা সংবাদ বা তথ্য অন্যদের জানাতে লিংক পাঠান অনেকেই। এসব লিংকে ক্লিক করে দ্রুত ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট সংবাদ বা তথ্য পড়া যায়। তবে অনেক সময় অন্যদের পাঠানো লিংকগুলোতে গুরুত্বপূর্ণ তথ্য থাকে না। এ সমস্যা সমাধানে ‘লিংক প্রিভিউ’ সুবিধা চালু করছে গুগল ক্রোম। নতুন এ সুবিধা চালু হলে ব্রাউজারের অ্যাড্রেসবারে থাকা লিংকের ওপর কারসর রাখলেই নির্দিষ্ট ওয়েবসাইটের সংক্ষিপ্ত তথ্য (প্রিভিউ) দেখা যাবে। ফলে ওয়েবসাইটে থাকা তথ্য সম্পর্কে আগাম ধারণা পাওয়া যাবে।
গুগলের তথ্যমতে, নতুন এ সুবিধা চালু হলে লিংকে মাউস রাখলেই একটি পপআপ পর্দা দেখা যাবে। পর্দাটিতে ওয়েবসাইটের সংক্ষিপ্ত রূপসহ বিভিন্ন তথ্য থাকবে। এর ফলে ব্রাউজারে আলাদা ট্যাব চালু না করে লিংকে থাকা তথ্য সম্পর্কে আগাম ধারণা নেওয়া যাবে। আর তাই প্রয়োজন না হলে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে না। প্রাথমিকভাবে নির্দিষ্টসংখ্যক কম্পিউটার ব্যবহারকারীদের ওপর ও সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে।
নতুন এ সুবিধা ব্যবহারের সময় লিংকের প্রিভিউ পর্দায় ক্ষতিকর জাভা স্ক্রিপ্ট চালু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। তবে এ বিষয়ে গুগল ক্রোমের ডেভেলপার তাকাশি তয়োশিমা জানিয়েছেন, লিংক প্রিভিউয়ের পর্দায় ওয়েবসাইটের সংক্ষিপ্ত তথ্য দেখানোর জন্য ক্যাপাবিলিটি কন্ট্রোল মেকানিজম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা নিরাপদে এ সুবিধা ব্যবহার করতে পারবেন। লিংক প্রিভিউ সুবিধাকে আরও নিরাপদ করতে কাজ করছে গুগল।
সূত্র: ব্লিপিং কম্পিউটার