ছবি ও ভিডিওভিত্তিক জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এখন প্রতারণাও বাড়ছে। সাধারণত তরুণেরা এই মাধ্যম ব্যবহারে বেশি আগ্রহী হওয়ায় তাঁদের লক্ষ্য করে বিভিন্ন প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে সাইবার অপরাধীরা। অ্যান্ড্রয়েড অথরিটি জনপ্রিয় এ সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব প্রতারণার ঘটনা বেশি ঘটছে, সেসবের তালিকা প্রকাশ করেছে।
সাধারণত কোনো ব্র্যান্ডের প্রচারাভিযানে বিনা মূল্যে পণ্য দেওয়ার চল রয়েছে ইনস্টাগ্রামে। এটিই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা। তারা লটারি ও বিনা মূল্যে পণ্য দেওয়ার ভুয়া প্রচারাভিযান চালু করে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। এসব প্রচারাভিযানে অংশ নিতে ব্যাংক কার্ডের তথ্য দেওয়ার মতো শর্ত দেওয়া হচ্ছে। কখনো কখনো অগ্রিম টাকা দেওয়ার মতো শর্তও দিচ্ছে সাইবার অপরাধীরা। সাধারণত কোনো প্রতিষ্ঠানের গিভওয়ে প্রচারাভিযানে লাইক দেওয়া, কমেন্ট ও শেয়ার করার ওপর ভিত্তি করে বিনা মূল্যে পণ্য দেওয়া হয়। তাই কারা এসব প্রচারাভিযান চালাচ্ছে, তা যাচাই করতে হবে এবং কখনোই সংবেদনশীল ব্যক্তিগত ও আর্থিক তথ্য দেওয়া যাবে না।
ইনস্টাগ্রামে ফিশিং হামলার প্রবণতা বাড়ছে। এ জন্য যেকোনো লিংক যাচাই না করে ক্লিক করা যাবে না। এসব লিংকে ক্লিক করলে ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার পাশাপাশি নিজের অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার শঙ্কা থাকে।
সাইবার অপরাধীরা অবিশ্বাস্য ছাড় দিয়ে পণ্য বিক্রির মতো প্রচারাভিযান চালাচ্ছে। এর জন্য গ্রাহককে অগ্রিম মূল্য পরিশোধের কথা বলে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে সতর্ক থাকতে হবে।
ভুয়া ইনফ্লুয়েন্সারের মাধ্যমে নকল ও অবিশ্বস্ত উৎসে অর্থ বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থ বিনিয়োগ করলে খুব সহজেই বড় অঙ্কের অর্থ লাভ করা ও আকর্ষণীয় সব সুযোগ–সুবিধার প্রলোভন দেখানো হচ্ছে। এ ধরনের ভুয়া প্রচারাভিযান থেকে সতর্ক থাকতে হবে।
ইনস্টাগ্রামে ভুয়া চাকরির বিজ্ঞাপন ছড়িয়ে দিচ্ছে হ্যাকাররা। চাকরিতে আবেদনের ভুয়া লিংকে ক্লিক করে ব্যক্তিগত ও আর্থিক তথ্য দেওয়ার কথা বলা হচ্ছে। সাধারণত এসব ফিশিং লিংক ব্যবহার করে ব্যবহারকারীর তথ্য চুরির পাশাপাশি যন্ত্রও হ্যাক করা হচ্ছে।
ইনস্টাগ্রামে সাইবার অপরাধীরা বিভিন্নজনকে বন্ধুত্ব ও প্রেমের প্রস্তাব দিয়ে ফাঁদে ফেলছে। এভাবে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ব্ল্যাকমেল করা ও অর্থ হাতিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটছে।
সূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি ডটকম