ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দেশে সাইবার বুলিং বা অনলাইন হেনস্তার ঘটনা বাড়ছে। বেশির ভাগ ক্ষেত্রে শিশু ও নারীরা সাইবার বুলিংয়ের শিকার হয়ে থাকেন। ফলে ভুক্তভোগীদের পাশাপাশি অভিভাবক ও কাছের মানুষেরা নানা ধরনের সমস্যার মুখোমুখি হন। সাইবার বুলিং প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের একসঙ্গে কাজ করতে হবে। গত শনিবার রাজধানীর ইউনাইটেড সিটিতে অবস্থিত স্যার জন উইলসন স্কুলে অনুষ্ঠিত সাইবার বুলিং প্রতিরোধ ও প্রতিকারবিষয়ক ‘রোড টু ওয়েলনেস’ শীর্ষক প্যানেল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যার জন উইলসন স্কুল কর্তৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্যানেল আলোচনায় সাইবার বুলিং ও শিশুদের মানসিক-শারীরিক বিকাশে এর ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন সাইকোলজিক্যাল হেলথ অ্যান্ড ওয়েলনেস কেয়ার লিমিটেডের (পিএইচডব্লিউসি) লাজিনা আমিন এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংস্থা ওয়ান সার্কেলের প্রতিষ্ঠাতা সভাপতি ফারিন দৌলা। সাইবার বুলিং থেকে শিশুদের নিরাপদ রাখতে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
প্যানেল আলোচনায় শিক্ষাপ্রতিষ্ঠানে সাইবার বুলিং প্রতিরোধের পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়। এর পাশাপাশি শিশুর মানসিক-শারীরিক বিকাশের জন্য করণীয় বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।