টিকটক
টিকটক

বেটা সংস্করণ থেকেই উন্মুক্ত হলো টিকটকের ‘ইফেক্ট হাউস’

টিকটকের প্রতিস্থাপিত বাস্তবতা বা অগমেন্টেড রিয়েলিটিভিত্তিক (এআর) প্ল্যাটফর্ম ‘ইফেক্ট হাউস’ আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক সংস্করণ থেকেই সবার জন্য উন্মুক্ত হয়েছে। নির্মাতারা এখন ইফেক্ট হাউস ৩.০ নামাতে (ডাউনলোড) পারবেন এবং ডিসকর্ডে টিকটকের ইফেক্ট হাউস কমিউনিটিতে যুক্ত হতে পারবেন। ডিসকর্ডের এই কমিউনিটিতে টিকটকের ইফেক্ট হাউস সম্পর্কে হালনাগাদ তথ্য পাওয়া যাবে এবং অন্য ইফেক্ট নির্মাতাদের সঙ্গে যুক্ত হওয়া যাবে।

টিকটকের ইফেক্ট হাউস প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ভিডিওতে এআর আবহ বা ইফেক্ট যোগ করতে পারেন। গত বছর এই ইফেক্ট হাউস চালু হয়। এর পর থেকে ২ হাজার ১০০ কোটি ভিডিওতে ইফেক্ট হাউসের এআর ইফেক্ট যোগ করা হয়েছে। সারা বিশ্বে এ ভিডিওগুলো ৮ দশমিক ৬ ট্রিলিয়নবার (১ লাখ কোটি ‍= ১ ট্রিলিয়ন) দেখা হয়েছে। এ ছাড়া গত বছর চালুর পর থেকে ডিসকর্ডে ইফেক্ট হাউসের কমিউনিটিতে চার লাখ সদস্য যুক্ত হয়েছেন।

চালুর পর থেকে ইফেক্ট হাউসে ২০টির বেশি হালনাগাদ যোগ করেছে টিকটক। এসব হালনাগাদে ‘আর্ট মেকার’ ও ‘অ্যাসেট স্টুডিও’ যোগ করেছে টিকটক। এর মাধ্যমে এআই দিয়ে নির্মাতারা তাঁদের ইফেক্টের জন্য বিভিন্ন বিষয় তৈরি করতে পারেন। ইউজার মিডিয়া টেক্সচার নামের একটি হালনাগাদ ব্যবহার করে ক্যামেরায় তোলা ছবিকেও ইফেক্টে রূপান্তর করা যায়।

সম্প্রতি ইফেক্ট ব্যবহারকারী নির্মাতাদের জন্য ‘ইফেক্ট ক্রিয়েটর রিঅ্যাওয়ার্ডস’ নামে ৬০ লাখ মার্কিন ডলারের একটি তহবিলও গঠন করেছে টিকটক। ইফেক্ট ব্যবহারের ওপর ভিত্তি করে এ তহবিল থেকে নির্মাতাদের অর্থও দেওয়া হয়। কোনো ইফেক্ট যদি ৯০ দিনের মধ্যে ৫ লাখ আলাদা আলাদা ভিডিওতে ব্যবহার করা হয়, তবে নির্মাতা ৭০০ মার্কিন ডলার অর্থ পেয়ে থাকেন। আর ৯০ দিনের প্রতি ১ লাখ পৃথক ভিডিওতে ব্যবহৃত হলে ১৪০ মার্কিন ডলার আয় করেন নির্মাতা।

বলা হচ্ছে, এআরভিত্তিক এই ইফেক্ট সুবিধা যোগ করায় স্ন্যাপচ্যাট ও মেটার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে টিকটকের।

সূত্র: টেকক্র্যাঞ্চ