আউটলুকে নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে
আউটলুকে নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে

আউটলুকে ভয়ংকর নিরাপত্তা ত্রুটি

মাইক্রোসফটের ই-মেইল অ্যাপ আউটলুকে ভয়ংকর জিরো ডে নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে। এই ত্রুটির ফলে মেলওয়্যারযুক্ত ই-মেইল না খুললেও স্বয়ংক্রিয়ভাবে যন্ত্রে মেলওয়্যার প্রবেশ করছে বলে সবাইকে সতর্ক করেছে মাইক্রোসফট। ফলে যেকোনো সময় তথ্য চুরির পাশাপাশি সাইবার হামলার কবলে পড়তে পারেন আউটলুক ব্যবহারকারীরা।

মাইক্রোসফট সিকিউরিটি রিসার্চ সেন্টার জানিয়েছে, সিভিই-২০২৩-২৩৩৯৭ নিরাপত্তা ত্রুটিটি খুবই ভয়ংকর। ক্ষতির মাত্রা বিবেচনায় এ ত্রুটিকে ১০ নম্বরের মধ্যে ৯, ৮ হিসাবে বিবেচনা করা হচ্ছে। রাশিয়াভিত্তিক একটি সাইবার অপরাধী দল ইউরোপসহ বিভিন্ন দেশে এ ত্রুটি কাজে লাগিয়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থায় মেলওয়্যার আক্রমণ চালাচ্ছে। সমাধান না থাকায় যেকোনো সময় এ ত্রুটি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের যন্ত্রে সাইবার হামলা চালাতে পারে সাইবার অপরাধীরা।

গত ফেব্রুয়ারি মাসে হঠাৎ করেই কারিগরি সমস্যা দেখা দিয়েছিল আউটলুকে। এ সমস্যার কারণে অনেক আউটলুক ব্যবহারকারীর ইনবক্সে অসংখ্য অনাকাঙ্ক্ষিত ই-মেইল (স্প্যাম বা জাঙ্ক ই-মেইল) দেখা যাচ্ছিল। পরে এ সমস্যার সমাধান করে মাইক্রোসফট।

উল্লেখ্য, জিরো ডে নিরাপত্তা ত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু প্যাঁচ উন্মুক্তের আগে হ্যাকাররা যদি সেই ত্রুটি ব্যবহার করতে পারেন, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তা ত্রুটি বলা হয়।
সূত্র: ফোর্বস