ম্যালওয়্যার প্রবেশ করাতে সক্ষম অ্যাপ দ্রুত মুছে ফেলতে হবে
ম্যালওয়্যার প্রবেশ করাতে সক্ষম অ্যাপ দ্রুত মুছে ফেলতে হবে

ছবি ও ভিডিও সম্পাদনার ১১ অ্যাপের মাধ্যমে ছড়াচ্ছে ফ্লেকপে ম্যালওয়্যার

ছবি ও ভিডিও সম্পাদনার জনপ্রিয় বিভিন্ন অ্যাপের নামের সঙ্গে মিল রেখে তৈরি ভুয়া অ্যাপের মাধ্যমে ফ্লেকপে ম্যালওয়্যার ছড়াচ্ছে সাইবার অপরাধীরা। জনপ্রিয় অ্যাপের ছদ্মাবরণে তৈরি অ্যাপগুলো অনলাইন থেকে নামালেই ফোনে ফ্লেকপে ম্যালওয়্যার প্রবেশ করে। ম্যালওয়্যারটি ফোনে প্রবেশ করার পর ব্যবহারকারীদের অজান্তেই অর্থের বিনিময়ে বিভিন্ন সেবা ব্যবহারের জন্য নিবন্ধন করতে থাকে। ফলে গোপনে ফোন থেকে অর্থ খরচ হয় ব্যবহারকারীদের। এরই মধ্যে গুগল প্লে স্টোরে থাকা ১১টি অ্যাপে ফ্লেকপে ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি।

ক্যাসপারস্কির তথ্যমতে, ম্যালওয়্যারযুক্ত ছবি ও ভিডিও সম্পাদনার অ্যাপগুলোর নকশা আকর্ষণীয়ভাবে তৈরির পাশাপাশি জনপ্রিয় অ্যাপের আদলে লোগো ব্যবহার করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা জনপ্রিয় অ্যাপের বদলে ভুলে ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলো নামিয়ে থাকেন। গুগলের নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে প্লে স্টোরে জায়গা করে নেওয়ায় এরই মধ্যে ৬ লাখ ২০ হাজারের বেশিবার নামানো হয়েছে অ্যাপগুলো।

ফ্লেকপে ম্যালওয়্যারযুক্ত ১১টি অ্যাপ হলো বিউটি ক্যামেরা প্লাস, বিউটি ফটো ক্যামেরা, বিউটি স্লিমিং ফটো এডিটর, ফিঙ্গারট্রিপ গ্রাফিতি, জিআইএফ ক্যামেরা এডিটর, এইচডি ফোরকে ওয়ালপেপার, ইমপ্রেশনিজম প্রো ক্যামেরা, মাইক্রোক্লিপ ভিডিও এডিটর, নাইট মোড ক্যামেরা প্রো, ফটো ক্যামেরা এডিটর ও ফটো ইফেক্ট এডিটর।

ক্যাসপারস্কি জানিয়েছে, এরই মধ্যে গুগলকে ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলোর তালিকা ও ক্ষতিকর দিক সম্পর্কে জানানো হয়েছে। নিরাপদ থাকতে ব্যবহারকারীদের স্মার্টফোন থেকে অ্যাপগুলো দ্রুত মুছে ফেলারও পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: মেইল অনলাইন