গেম নামানোর প্রলোভন দেখিয়ে তথ্য চুরি করছে হ্যাকাররা।
গেম নামানোর প্রলোভন দেখিয়ে তথ্য চুরি করছে হ্যাকাররা।

গেম খেলার প্রলোভন দেখিয়ে তথ্য চুরি করছে হ্যাকাররা

গেম নামানোর প্রলোভন দেখিয়ে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের কম্পিউটার বা স্মার্টফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে উত্তর কোরিয়ার হ্যাকার দল ‘লাজারাস’। ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের বোকা বানাতে একটি ভুয়া গেমের ওয়েবসাইটও বানিয়েছে তারা। গেম নামানোর জন্য ভুয়া ওয়েবসাইটটিতে প্রবেশ করলেই গোপনে ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাসসহ সংরক্ষণ করা পাসওয়ার্ড সংগ্রহ করে হ্যাকার দলটি। পরে তথ্যগুলো কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করা হয় বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি।

ক্যাসপারস্কির তথ্যমতে, ক্রোম ব্রাউজারের পুরোনো সংস্করণে একটি নিরাপত্তাত্রুটি রয়েছে। এ ত্রুটির কারণে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা হ্যাকারদের তৈরি ভুয়া ওয়েবসাইটে প্রবেশ করলেই স্বয়ংক্রিয়ভাবে তাদের যন্ত্রে গোপনে ক্ষতিকর কোড প্রবেশ করে এবং তথ্য চুরি করতে থাকে। এই ত্রুটি সমাধানে গত মে মাসে গুগল ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করলেও অনেকে তা ব্যবহার করেন না। ফলে তারা সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন। নিরাপদ থাকতে ব্যবহারকারীদের অবশ্যই ক্রোম ব্রাউজারের নতুন সংস্করণ ১২৫.০.৬৪২২.৬০/.৬১ ব্যবহার করতে হবে।

জানা গেছে, গেমারদের আকৃষ্ট করতে ডিট্যাংকজোন নামের একটি গেম তৈরি করেছে হ্যাকাররা। ডেফিট্যাংক ল্যান্ড নামের জনপ্রিয় একটি গেমের আদলে তৈরি করায় গেমটি নামানোর জন্য অনেকেই হ্যাকারদের তৈরি ভুয়া ওয়েবসাইটে প্রবেশ করেন। এর ফলে সহজেই ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের যন্ত্র থেকে তথ্য চুরি করতে পারে হ্যাকাররা।

সূত্র: ব্লিপিং কম্পিউটার, টেক রাডার