নতুন বছর মানে নতুন পরিকল্পনা, নতুন প্রতিশ্রুতি। নতুন বছর সামনে রেখে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করলেও অনলাইন দুনিয়ায় নিরাপদ থাকার বিষয়ে সচেতন নন অনেকেই। আর তাই সহজে মনে রাখার সুবিধার্থে পুরোনো সাধারণ মানের পাসওয়ার্ড ব্যবহার করছেন কেউ কেউ। সম্প্রতি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নর্ডপাস হ্যাক হওয়া বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড পর্যালোচনা করে ২০২৪ সালে সবচেয়ে বেশি ব্যবহৃত সাধারণ মানের পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করেছে তারা।
নর্ডপাস জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সাধারণ মানের পাসওয়ার্ডগুলোর শীর্ষ ২০টি পাসওয়ার্ড এতই সহজ এবং বৈচিত্র্যহীন যে মাত্র এক সেকেন্ডের কম সময়ের মধ্যে যেকোনো ব্যক্তির অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব। সাধারণ মানের পাসওয়ার্ডের তালিকায় শীর্ষে রয়েছে 123456। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে 123456789 ও 123456789। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে password ও qwerty 123। সবচেয়ে বেশি ব্যবহৃত অন্য পাসওয়ার্ডগুলো হলো qwerty1, 111111, 12345, secret, 123123, 1234567890,1234567, 000000, qwerty, Abc123, Password1, iloveyou, 11111111, dragon ও monkey।
সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞদের তথ্যমতে, অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করতে কমপক্ষে আট অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড যত বড় হবে, ততই নিরাপদ। তবে নিজের প্রিয়জন বা পছন্দের জীবজন্তু বা বস্তুর নামের সমন্বয়ে পাসওয়ার্ড দেওয়া যাবে না। পাসওয়ার্ডে অবশ্যই ছোট-বড় অক্ষরের পাশাপাশি একাধিক সংখ্যা ও চিহ্ন ব্যবহার করতে হবে।
সূত্র: নর্ডপাস ডটকম