স্পাইওয়্যার হামলার শঙ্কায় রয়েছে আইফোন ব্যবহারকারীরা
স্পাইওয়্যার হামলার শঙ্কায় রয়েছে আইফোন ব্যবহারকারীরা

তথ্য চুরির পাশাপাশি আইফোন অকেজো করতে পারে যে স্পাইওয়্যার

তথ্য সংগ্রহের পাশাপাশি আইফোনকে পুরোপুরি অকেজো করে দিতে সক্ষম ‘লাইটস্পাই’ স্পাইওয়্যারের নতুন সংস্করণের সন্ধান পেয়েছে নেদারল্যান্ডসভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান থ্রেটফ্যাব্রিক। প্রতিষ্ঠানটির দাবি, আইফোনের জন্য বিশেষভাবে তৈরি লাইটস্পাই স্পাইওয়্যারটি আগের সংস্করণগুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী। সাইবার অপরাধীদের তৈরি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করলেই গোপনে আইফোনে প্রবেশ করে স্পাইওয়্যারটি। এর ফলে ব্যবহারকারীদের অজান্তে তথ্য সংগ্রহের পাশাপাশি দূর থেকে নির্দিষ্ট আইফোন অকার্যকর করতে পারে সাইবার অপরাধীরা।

থ্রেটফ্যাব্রিকের তথ্যমতে, লাইটস্পাই আইওএস সংস্করণটি সংক্রমিত যন্ত্রের ওয়াই-ফাই নেটওয়ার্কের তথ্য, স্ক্রিনশট, অবস্থান, আইক্লাউড, সাউন্ড রেকর্ডিং, ছবি, ইন্টারনেট ব্যবহারের ইতিহাস, ফোন নম্বর, ফোন কলের ইতিহাসসহ আদান-প্রদান করা বার্তার তথ্য সংগ্রহ করতে পারে। এমনকি টেলিগ্রাম, উইচ্যাট এবং হোয়াটসঅ্যাপের মতো অ্যাপের তথ্য সংগ্রহ করার পাশাপাশি আইফোন থেকে বিভিন্ন বার্তা বা ফোন নম্বরও মুছে ফেলতে পারে।

লাইটস্পাই স্পাইওয়্যারটি ওয়েবকিট এক্সপ্লোইট ব্যবহার করে একটি ডট পিএনজি এক্সটেনশনের ফাইলের মাধ্যমে আইফোনে প্রবেশ করে। এরপর ফ্রেমওয়ার্কলোডার নামের একটি কম্পোনেন্টের মাধ্যমে স্পাইওয়ারের মূল কোর মডিউল ও অন্যান্য প্লাগইন গোপনে ডাউনলোড করে। এসব মডিউল ও প্লাগইন আলাদা ফোল্ডার তৈরি করে আইফোনের বিভিন্ন তথ্য সংরক্ষণ করার পাশাপাশি সাইবার অপরাধীদের কাছে পাঠাতে থাকে।

থ্রেটফ্যাব্রিকের মতে, লাইটস্পাই স্পাইওয়্যার আক্রমণ থেকে নিরাপদ থাকতে আইফোন ব্যবহারকারীদের নিয়মিত আইওএস হালনাগাদ করতে হবে। অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো লিংকে ক্লিক না করার পাশাপাশি সন্দেহজনক বা অনিরাপদ ওয়েবসাইটে প্রবেশ করা থেকেও বিরত থাকতে হবে।

সূত্র: দ্য হ্যাকার নিউজ