মেটার রেব্যান স্মার্ট রোদচশমা ব্যবহার করে এখন সরাসরি ইনস্টাগ্রাম স্টোরি প্রকাশ করা যাবে। গত বুধবার এক ঘোষণায় মেটার রেব্যান থেকে সরাসরি বেশ কিছু ‘হ্যান্ড ফ্রি’ সুবিধা যোগ করার কথা জানিয়েছে মেটা। ইনস্টাগ্রামের নতুন এ সুবিধা চালু হলে ফোন ব্যবহার না করেই এআই রেব্যান চশমা থেকে ইনস্টাগ্রামে স্টোরি দেওয়া যাবে।
নতুন সুবিধাটি পেতে প্রথমে রেব্যান দিয়ে ছবি তুলতে হবে। এরপর ‘হেই মেটা, শেয়ার মাই লাস্ট ফটো টু ইনস্টাগ্রাম’ এই কথা বলে নির্দেশ দিতে হবে। এ ছাড়া ‘হেই মেটা, পোস্ট আ ফটো টু ইনস্টাগ্রাম’—নির্দেশও দেওয়া যাবে। নির্দেশ দেওয়ার পর মেটার রেব্যান থেকে সরাসরি ইনস্টাগ্রামে স্টোরি প্রকাশিত হয়ে যাবে।
২০১৬ সালে স্ন্যাপচ্যাটেও এমন একটি সুবিধা যুক্ত হয়। স্ন্যাপ স্পেকট্যাকলস নামের এ সুবিধার ফলে ব্যবহারকারী তাঁর স্মার্ট চশমা দিয়ে ছবি ও ভিডিও ধারণ করে স্ন্যাপচ্যাট স্টোরি দিতে পারেন। নতুন এ সুবিধা ছাড়াও মেটার রেব্যানে আরও কিছু ‘হ্যান্ড ফ্রি’ সুবিধা যুক্ত হয়েছে। এখন থেকে ফোন ব্যবহার না করেই মেটার রেব্যান ব্যবহারকারীরা অ্যামাজন মিউজিকে ভয়েস কমান্ড দিয়ে গান বাজাতে পারবেন। এ জন্য ‘হেই মেটা, প্লে অ্যামাজন মিউজিক’ এই ভয়েস কমান্ড দিতে হবে। পাশাপাশি মেডিটেশন অ্যাপ ‘কাম’–এ মেটার রেব্যান দিয়ে সরাসরি যুক্ত হওয়া যাবে।
এর আগে মেটার রেব্যান স্মার্ট রোদচশমা ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার থেকে ভিডিও কল করার ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া অ্যাপল মিউজিকে সরাসরি গান শোনার সুবিধাও চালু হয়।
প্রসঙ্গত, মেটা ও রেব্যান স্টোরিজ প্রথম ২০২১ সালের সেপ্টেম্বরে স্মার্ট রোদচশমা বাজারে আনে। তখন যন্ত্রটির দাম ধরা হয় ২৯৯ মার্কিন ডলার। প্রথম স্মার্ট রোদচশমা দিয়ে ব্যবহারকারী ছবি তুলতে, গান শুনতে এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বার্তা আদান–প্রদান করতে পারেন।
সূত্র: টেকক্রাঞ্চ