ওপেন এআইয়ের তৈরি চ্যাটজিপিটিতে সাইবার হামলার চেষ্টা চালাচ্ছে রাশিয়ার একদল হ্যাকার
ওপেন এআইয়ের তৈরি চ্যাটজিপিটিতে সাইবার হামলার চেষ্টা চালাচ্ছে রাশিয়ার একদল হ্যাকার

চ্যাটজিপিটিতে সাইবার হামলার চেষ্টা চালাচ্ছে রুশ হ্যাকাররা

চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যেকোনো বার্তার উত্তর দ্রুত এবং নির্ভুলভাবে দিতে পারে। নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে থাকে। সবার জন্য উন্মুক্ত হওয়ার আগেই ওপেন এআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর চ্যাটজিপিটিতে সাইবার হামলার চেষ্টা চালাচ্ছে রাশিয়ার একদল হ্যাকার। এর মাধ্যমে তারা চ্যাটজিপিটি ব্যবহারের বিভিন্ন বিধিনিষেধ ভাঙারও চেষ্টা করছে, জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্ট।

এ বিষয়ে চেক পয়েন্টের প্রধান ফিল্ড তথ্য নিরাপত্তা কর্মকর্তা পিট নিকোলেটি জানিয়েছেন, চ্যাটজিপিটিতে থাকা ভূ-আঞ্চলিক বিধিনিষেধ ভঙ্গের চেষ্টা চালাচ্ছে রাশিয়ান হ্যাকাররা। এর মাধ্যমে চ্যাটজিপিটির অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসে প্রবেশের বিধিনিষেধ পরিবর্তন করতে চায় তারা।

উল্লেখ্য, বিশ্বজুড়ে সাইবার হামলার ঝুঁকি নিয়মিত পর্যবেক্ষণ করে থাকে চেক পয়েন্ট। এরই ধারাবাহিকতায় চ্যাটজিপিটির নিরাপত্তা বিষয়ে গবেষণাকালে এ সাইবার হামলার সন্ধান পেয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি র‍্যানসমওয়্যার সাইবার হামলার চালানোর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সাত রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।