জুমে নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে
জুমে নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে

জুমে সাইবার হামলার আশঙ্কা, দ্রুত হালনাগাদ ব্যবহারের পরামর্শ

অনলাইন ভিডিও কনফারেন্সিংয়ের জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম জুমে একাধিক নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। এসব ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা ব্যবহারকারীদের স্মার্টফোন বা কম্পিউটারে ডেনিয়েল অব সার্ভিস ঘরানার সাইবার হামলা চালাতে পারে। ফলে ব্যবহারকারীদের অজান্তে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে হ্যাকাররা।

জুমে থাকা নিরাপত্তাত্রুটিগুলোর সন্ধান পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। সংস্থাটি জানিয়েছে, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আইওএস এবং ম্যাকওএস অপারেটিং সিস্টেমের জন্য তৈরি বিভিন্ন সংস্করণে জুম অ্যাপে নিরাপত্তাত্রুটিগুলোর খোঁজ পাওয়া গেছে। তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে জুমের হালনাগাদ সংস্করণ ব্যবহার করতে হবে।

যেসব সংস্করণের জুম অ্যাপে ত্রুটির সন্ধান পাওয়া গেছে, সেগুলো তালিকাও প্রকাশ করেছে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। সংস্থাটির তথ্যমতে, জুম ওয়ার্কপ্লেস ডেস্কটপ অ্যাপ লিনাক্স ৬.০.০, জুম ওয়ার্কপ্লেস ডেস্কটপ অ্যাপ উইন্ডোজ ৬.০.০, জুম ওয়ার্কপ্লেস ডেস্কটপ অ্যাপ ম্যাকওএস ৬.০.০, জুম ওয়ার্কপ্লেস অ্যাপ আইওএস ৬.০.০, জুম ওয়ার্কপ্লেস অ্যাপ অ্যান্ড্রয়েড ৬.০.০, জুম মিটিং এসডিকেএ উইন্ডোজ ৬.০.১০, জুম মিটিং এসডিকেএ আইওএস ৬.০.১০ এবং জুম মিটিং এসডিকেএ অ্যান্ড্রয়েড ৬.০.১০ এর আগের সব সংস্করণে নিরাপত্তাত্রুটি রয়েছে।

সূত্র: নিউজ১৮ ডটকম