হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস খুব সহজেই ফেসবুক স্টোরিজ হিসেবে ব্যবহার করা যায়। এই ‘ক্রস পোস্ট’ সুবিধা থাকায় সময় যেমন সাশ্রয়ী হয়, তেমনি একসঙ্গে দুই মাধ্যমে একই আধেয় দেওয়া যায়। সুবিধাটি ফেসবুক স্টোরিজ ইনস্টাগ্রামে শেয়ার করার মতোই। সুবিধাটি অ্যান্ড্রয়েড ও আইওএস দুটোতেই ব্যবহার করা যায়। দেখে নেওয়া যাক কীভাবে এ সুবিধা ব্যবহার করা যায়।
প্রথমে হোয়াটসঅ্যাপে ঢুকতে হবে। এরপর স্ট্যাটাস ট্যাবে ট্যাপ করে নিচে থাকা পেনসিল আইকন বা মাই স্ট্যাটাস নির্বাচন করতে হবে। লেখা, ছবি, ভিডিও, অডিও ও লিংক দিয়ে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস তৈরি করতে হবে। স্ট্যাটাস পোস্ট হওয়ার পর মাই স্ট্যাটাসের নিচে থাকা শেয়ার টু ফেসবুক স্টোরিতে ট্যাপ করলে স্মার্টফোনে যুক্ত থাকা ফেসবুক আইডিতে একটি স্টোরির নমুনা (প্রিভিউ) দেখা যাবে। স্টোরিটি কারা দেখতে পারবেন, তা নির্বাচন করতে হবে। এরপর শেয়ার নাউয়ে চাপলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটি ফেসবুক স্টোরি হিসেবে শেয়ার হয়ে যাবে।
উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস স্মার্টফোনের কন্টাক্ট তালিকায় থাকা নম্বর থেকে দেখা যায়। আর ফেসবুক স্টোরিজ কারা দেখবেন, তা নির্ধারণ করার সুযোগ রয়েছে।
সূত্র: টেক্লসিভ ডটইন