ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামে নিজের মতো করে স্টোরিজ টেমপ্লেট বানানো যাবে

ইনস্টাগ্রামের রিলস ভিডিওর জন্য টেমপ্লেট চালুর পর এবার স্টোরিজের জন্যও ব্যবহারকারীদের নিজের মতো করে টেমপ্লেট বানানোর সুযোগ তৈরি হয়েছে। ‘অ্যাড ইওরস’ নামের এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা স্টোরিজ টেমপ্লেটে জিআইএফ, টেক্সট ও ছবি পিন করে রাখতে পারবেন এবং পরে তা অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন।

অ্যাড ইউরস টেমপ্লেট তৈরি করে ব্যবহারকারীরা তাঁদের স্টোরিতে জিআইএফ, টেক্সট ও ছবি যুক্ত করতে পারবেন। এ জন্য স্টোরিজ দেওয়ার সময় স্টিকার ট্রে থেকে অ্যাড ইউরস টেমপ্লেট নির্বাচন করতে হবে। এরপর টেমপ্লেট থেকে কাঙ্ক্ষিত উপাদান নির্বাচন করতে হবে।

ব্যবহারকারীরা স্টোরিজে এই টেমপ্লেট যোগ করে শেয়ার করার পর অন্যরাও এই টেমপ্লেট তাঁদের স্টোরিজে ব্যবহার করতে পারবেন। অন্যরা স্টোরিজ দেখে টেমপ্লেট নিজের স্টোরিজে যোগ করতে চাইলে ‘অ্যাড ইউরস’–এ ট্যাপ করলে ক্যামেরায় চলে যাবে। সেখান থেকে টেমপ্লেটের সব উপাদান দেখা যাবে। এমনকি ব্যবহারকারীরা তখন নিজের মতো করে টেক্সট, জিআইএফ এবং ছবি যোগ করতে পারবেন। ইনস্টাগ্রামের অ্যাড ইউরস টেমপ্লেট এখন বিশ্বের সব ব্যবহারকারী ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

২০২১ সালে স্টোরিজে স্টিকারের জন্য অ্যাড ইউরস স্টিকারস চালু করে ইনস্টাগ্রাম। গত জুলাই মাসে রিলস ভিডিওর জন্য এ রকম টেমপ্লেট–সুবিধা চালু করা হয়। এ ছাড়া ইনস্টাগ্রামে স্টোরিজের পটভূমি সম্পাদনা করার জন্য টুল ব্যবহারের সুযোগ রয়েছে।

সূত্র: গ্যাজেটস নাউ