ম্যালওয়্যারযুক্ত অ্যাপ গোপনে ব্যবহারকারীর কথোপকথন বা আশপাশের শব্দ ধারণ করতে পারে।
ম্যালওয়্যারযুক্ত অ্যাপ গোপনে ব্যবহারকারীর কথোপকথন বা আশপাশের শব্দ ধারণ করতে পারে।

গোপনে স্মার্টফোনে ব্যবহারকারীর কথা শুনছিল স্ক্রিন রেকর্ডার অ্যাপ

স্মার্টফোনের পর্দার ছবি বা ভিডিও সংরক্ষণের জন্য অনেকেই স্ক্রিন রেকর্ডার অ্যাপ ব্যবহার করেন। কিন্তু গুগল প্লে স্টোরে থাকা ‘আই রেকর্ডার’ নামের একটি স্ক্রিন রেকর্ডার অ্যাপ গোপনে ফোনের মাইক্রোফোন চালু করে ব্যবহারকারীদের কথা শুনছিল বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট। প্রতিষ্ঠানটির দাবি, ব্যবহারকারীদের তথ্য চুরির বিষয়টি জানতে পেরে এরই মধ্যে প্লে স্টোর থেকে অ্যাপটি মুছে ফেলেছে গুগল।

ইসেট জানিয়েছে, আই রেকর্ডার অ্যাপটি যখন গুগল প্লে স্টোরে আপলোড করা হয়, তখন এটি গোপনে ব্যবহারকারীদের কোনো তথ্য সংগ্রহ করত না। গত বছর হালনাগাদ করার সময় অ্যাপটিতে ট্রোজান ঘরানার ম্যালওয়্যার যুক্ত করে নির্মাতা প্রতিষ্ঠান। ফলে যেসব ব্যবহারকারী গত বছর অ্যাপটি হালনাগাদ করেছেন বা নামিয়েছেন, তাঁদের স্মার্টফোনে ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করেছে।

ম্যালওয়্যারযুক্ত অ্যাপটি ফোনে রক্ষিত তথ্য চুরির পাশাপাশি ১৫ মিনিট পরপর ১ মিনিট মাইক্রোফোন চালু করে গোপনে ব্যবহারকারীর কথোপকথন বা আশপাশের শব্দ ধারণ করত। শুধু তা–ই নয়, ধারণ করা অডিও ফাইল নির্মাতা প্রতিষ্ঠানের সার্ভারে পাঠাত অ্যাপটি। আর তাই ব্যবহারকারীদের ফোন থেকে অ্যাপটি দ্রুত মুছে ফেলার পরামর্শ দিয়েছেন ইসেটের নিরাপত্তা গবেষকেরা।

গুগলের নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে প্লে স্টোরে জায়গা করে নেওয়ায় এরই মধ্যে ৫০ হাজারের বেশিবার ডাউনলোড করা হয়েছে অ্যাপটি। ক্ষতিকর অ্যাপ থেকে রক্ষা পেতে অ্যাপ নামানোর আগেই নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে পরামর্শ দিয়েছেন নিরাপত্তা গবেষকেরা।
সূত্র: দ্য ভার্জ