স্মার্টফোন বা কম্পিউটারে যাঁরা ক্রোম ব্রাউজার ব্যবহার করেন, তাঁরা ডাইনো গেমের সঙ্গে বেশ পরিচিত। গেমটির বিশেষত্ব হচ্ছে, এটি ডাউনলোড করতে হয় না। কিন্তু স্মার্টফোন বা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ না পেলে বা সংযোগ বিচ্ছিন্ন হলেই পর্দায় দেখা যায় গেমটি। ইন্টারনেট চালু না হওয়া পর্যন্ত সাময়িক বিনোদনের সুযোগ থাকায় বিশ্বব্যাপী ভীষণ জনপ্রিয়তা পেয়েছে গেমটি।
ইন্টারনেট সংযোগ না থাকলে স্বয়ংক্রিয়ভাবে স্মার্টফোন বা কম্পিউটারের পর্দায় দেখা যায় গেমটি। এরপর পর্দায় থাকা ডাউনোসরের ছবির ওপর ক্লিক করলে বা কি–বোর্ডের স্পেসবার চাপলেই দৌড়াতে শুরু করে ডাইনোসরটি। চলার পথে বিভিন্ন বাধা পেরোতে পারলেই পয়েন্ট জমা হয়, আর না পারলে গেম শেষ হয়ে যায়। যতই সামনে এগোনো যায়, গেমে বাধার পরিমাণ ততই বেশি হতে থাকে। এর ফলে ইন্টারনেট সংযোগ না থাকলেও বেশ ভালোভাবেই সময় কাটানো যায়।
২০১৪ সালের শুরুতে ক্রোম ডাইনো গেম তৈরির পরিকল্পনা করেন ক্রোম ইউএক্স দলের সদস্য সেবাস্তিয়ান গ্যাব্রিয়েল, অ্যালান বেটস ও এডওয়ার্ড জং। এরপর একই বছরের সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয় গেমটি। এ বিষয়ে সেবাস্তিয়ান গ্যাব্রিয়েল জানিয়েছেন, প্রথমে গেমটির নাম দেওয়া হয়েছিল প্রোজেক্ট বোলান। টি.রেক্স নামের একটি ব্যান্ডের প্রধান গায়ক মার্ক বোলানের নামে নামকরণ করা হয়েছিল গেমটির। এরপর গেমের ফাংশনের রেফারেন্স হিসেবে ডাইনোসর থিম বেছে নেওয়া হয়। যখন ইন্টারনেট নেই, তখন আপনি প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাবেন—বিষয়টি মনে করিয়ে দিতেই গেমটি তৈরি করা হয়েছে।
সূত্র: গুগল ব্লগ