তাৎক্ষণিক বার্তা আদান–প্রদানের অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে সম্প্রতি কোমল পানীয় পান না করার পরামর্শ দিয়ে একটি ভুয়া বার্তা ছড়িয়েছে। বার্তাটি ভারত সরকারের পক্ষ থেকে পাঠানো হচ্ছে বলেও দাবি করা হয়েছে। বার্তায় বলা হয়েছে, কোমল পানীয় পান করলে ইবোলা ভাইরাসে সংক্রমণ হতে পারে। দেশটির সরকার এই বার্তা সম্পর্কে সবাইকে সতর্ক করে দিয়েছে। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্ট চেক ইউনিট বলছে, এই প্রচারণা ভুয়া। কোনো সংস্থার পক্ষ থেকে এ ধরনের বার্তা পাঠানো হয়নি।
ছড়িয়ে পড়া বার্তায় কর্তৃপক্ষ হিসেবে হায়দরাবাদের পুলিশের নাম উল্লেখ করা হয়েছে। অন্যকে সচেতন করতে সেই বার্তা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করার পরামর্শও দেওয়া হয়েছে ভুয়া বার্তায়। হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া সেই বার্তায় বলা হয়েছে, বিভিন্ন ধরনের কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্মীদের শরীরে ইবোলা ভাইরাস মিশিয়ে দেওয়া হয়েছে। তাই কোমল পানীয় পান করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।
এ ধরনের ভুয়া বার্তা শনাক্তে বিভিন্ন বিষয় খেয়াল রাখার পরামর্শ দিচ্ছেন সাইবার নিরাপত্তা গবেষকেরা। গবেষকেরা বলছেন, বার্তার প্রেরক কে তা যাচাই করতে হবে। অবিশ্বস্ত উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই না করে অন্যকে ফরওয়ার্ড করা যাবে না। হোয়াটসঅ্যাপ বার্তায় কোনো লিংক থাকলে সেসব লিংকে ক্লিক করার আগেও যাচাই করতে হবে। ম্যালওয়ারযুক্ত লিংকে ক্লিক করলে যন্ত্রে ভাইরাস প্রবেশ করতে পারে। হোয়াটসঅ্যাপে ভুয়া বার্তা বা সন্দেহজনক বার্তা পেলে তা নিয়ে অভিযোগ জানাতে হবে। পাশাপাশি সব সময় হালনাগাদ সংস্করণের অ্যাপ ব্যবহার করতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া